গুজরাটের বাসিন্দা হলেও তিনি উত্তরপ্রদেশের বারাণসী আসনকেই বেছে নিয়েছেন লোকসভায় পৌঁছনোর জন্য। হাজার বছরের প্রাচীন এই নগরী হিন্দুদের কাছে মহান এক তীর্থস্থান। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে সেই বারাণসী থেকেই মঙ্গলবার মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং। পাশাপাশি ছিলেন ১২টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এনডিএ শরিক দলের বহু নেতা। কিন্তু মনোনয়ন পেশের সময় তাঁর ঠিক পাশেই ছিলেন সাদা দাড়ির শীর্ণকায় এক সাধুকে। ইনি কে, তা নিয়েই চলছে জোর আলোচনা।
জানিয়ে রাখি, নরেন্দ্র মোদির পাশে বসা পক্ককেশ, স্বেতশূভ্র দাড়ি বিশিষ্ট ওই সাধুর নাম পন্ডিত গণেশ্বর শাস্ত্রী। ইনি একজন ব্রাক্ষ্ণণ পণ্ডিত। আপনাদের মনে থাকবে হয়তো, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনও ইনি একেবারে সামনের সারিতে ছিলেন। কারণ পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীই রাম মন্দির উদ্বোধনের জন্য শুভ সময় বেছে দিয়েছিলেন। এবারও উনি মোদির মনোনয়ন পেশের শুভ সময় বেছে দিয়েছেন। এদিন নরেন্দ্র মোদির মনোনয়নে চারজন প্রস্তাবকও ছিলেন চমকপ্রদ। তাঁরা প্রত্যেকেই সমাজের নানা ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন। বারাণসী লোকসভা কেন্দ্রে মোদির নাম প্রস্তাবকের তালিকায় প্রথম ছিলেন, জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়, তিনি জ্যোতিষবিদ্যায় অপরিসীম পারদর্শী। দ্বিতীয় নাম লালচাঁদ কুশওয়াহা, তিনি বারাণসীর এক প্রখ্যাত বস্ত্র বিপণীর মালিক। তৃতীয় জনের নাম সঞ্জয় সোনকার। তিনি দলিত সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় বিজেপি নেতা। চতুর্থজন হলেন বৈজনাথ প্যাটেল, তিনি বিজেপি নেতা।
শুভ মহরত মেনে মঙ্গলবার সকাল ঠিক ১১টা বেজে ৪০ মিনিটে মনোনয়ন পেশ করলেন নরেন্দ্র মোদি। তার আগে প্রথমে কাশীর দ্বাররক্ষক কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর কাশীর বিশ্বনাথ মন্দির ও সঙ্কটমোচন হনুমান মন্দিরে পুজো দিয়ে বারাণসীর নির্বাচনী দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা করেন। তিথি অনুযায়ী এ বছর ১৪ মে গঙ্গা জয়ন্তী। মনে করা হয় এই দিনই মা গঙ্গা পৃথিবীতে নেমে এসেছিলেন। হিন্দু জ্যোতিষশান্ত্র অনুযায়ী এই দিনটি শুভ কাজের জন্য অত্যন্ত ভালো। এদিন মোদির মনোনয়ন ঘিরে গোটা বারানসী ফুলের সাজে সেজে উঠেছিল। ফলে দুদিন আগে থেকেই কাশীতে ফুলের দাম আকাশছোঁয়া। তবুও স্থানীয় ব্যবসায়ীরা ফুলের জোগান দিতে হিমশিম খেয়েছেন এদিন। এছাড়া পেশাদারি ঢঙে একটি ভিডিও এদিন প্রকাশ করেছে বিজেপি, যেখানে দেখানো হয়েছে ২০১৪ সাল থেকে বারাণসীর সাংসদ হিসেবে মোদির রিপোর্ট কার্ড।
अपनी काशी से मेरा रिश्ता अद्भुत है, अभिन्न है और अप्रतिम है… बस यही कह सकता हूं कि इसे शब्दों में व्यक्त नहीं किया जा सकता! pic.twitter.com/yciriVnWV9
— Narendra Modi (@narendramodi) May 14, 2024
Discussion about this post