লোকসভা ভোটের মধ্যেই প্রচুর বেআইনি অস্ত্র উদ্ধার হল খড়দহে। গ্রেফতার করা হয়েছে মুল অভিযুক্তকে। পুলিশের দাবি, একটি তোলাবাজির মামলার তদন্ত করতে গিয়েই এই আগ্নেয়াস্ত্রের খোঁজ মেলে। এই অস্ত্রের সঙ্গে বিহারের যোগ রয়েছে বলেও মনে করছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরা।
গত ৭ মে খড়দহ থানা এলাকার বিবেকনগরে এক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকি ফোন আসে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাঁর দোকানের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে আইপিএলে জুয়ায় প্রচুর টাকা হেরে গিয়ে ওই ব্যবসায়ীর কাছে টাকা চাওয়া হয়েছে। এরপরই টিটাগড় থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। তাঁকে জেরা করেই বেআইনি অস্ত্রের হদিশ পান তদন্তকারীরা। পরে ওয়াসিমকে সঙ্গে নিয়ে তাঁর গোপন ডেরায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করে তিনটি নাইন এমএম পিস্তল, একটি আধুনিক রিভলভার এবং ১৮ রাউন্ড তাজা কার্তুজ।
এই অস্ত্রের সঙ্গে বিহারের বেআইনি অস্ত্র কারবারীদের যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে লোকসভা ভোট চলাকালীন এত অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ-টিটাগড় এলাকায়। ব্যারাকপুর লোকসভা এলাকায় এত অস্ত্র উদ্ধারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই। যদিও পুলিশের দাবি, এই অস্ত্রের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।
Discussion about this post