শীতের থাবা পড়তে চলেছে বঙ্গে। এই মরশুমের প্রথম শীতের স্পেল শুরু হয়েছে রাজ্যে। ১৩ ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত শীতের স্পেল চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। জাঁকিয়ে শীতের প্রথম স্পেল। শুষ্ক আবহাওয়া রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা দিনভর পরিষ্কার রোদ ঝলমলে আকাশ।
আজ দক্ষিণবঙ্গের চার জেলায় শীতের দাপট বাড়বে। আজ পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শীত আরও বাড়তে চলেছে। সপ্তাহান্তে শনি ও রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় চলবে শীতের ইনিংস। ১৪ ডিসেম্বর রাতেই দক্ষিণের জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জাঁকিয়ে শীতের অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গ আজ কুয়াশার চাদরে ঘেরা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা বেলা বাড়লে পরিষ্কার আকাশ। উত্তরের ৪ জেলা পড়তে পারে শৈত্যপ্রবাহের কবলে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও শীতের দাপট আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস।
কলকাতায় পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রার পারদ পতন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। সারাদিন উত্তুরে হাওয়ার অবাধ বিচরণ। রাতের তাপমাত্রা আজ আরও সামান্য নামবে। আগামীকাল আরও কিছুটা নামবে। কাল রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪২ থেকে ৯৬ শতাংশ।
Discussion about this post