এবার আরজি কর আবহেই দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় হাইকোর্টের যুবতী আইনজীবীর শ্লীলতাহানি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনেই পেশায় আইনজীবী। বাইকে চেপে একসঙ্গে একসঙ্গেই বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝপথে বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। পায়ে হেঁটে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন স্বামী ও তার স্ত্রী। শিমুলতলা এলাকায় ওই মহিলা ছবি তোলেন কয়েকজন যুবক। সঙ্গে অশ্লীল ইঙ্গিত, মন্তব্যও করেন বলে অভিযোগ করেছেন যুবতী আইনজীবী। ঘটনার প্রতিবাদ করেন ওই যুবতীর স্বামী। এরপর তাঁকেও অভিযুক্তরা গালিগালাজ, এমনকী হুমকি দেয় বলেও অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন যুবতী আইনজীবী। যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায় সেখানেও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।অভিযোগের ভিত্তিতেই উত্তম গোপ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এ ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরের খোঁজ করছে পুলিশ।
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post