শীতের বিরতি রাজ্যে। সারাদিন মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে।
২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১০ জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। দৃশ্যমানতা কমবে অনেকটাই । কোথাও ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।
আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা একই রকম থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতে বৃষ্টির পূর্বাভাস। শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা।উত্তরবঙ্গে রয়েছে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় এবং হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে। বাকি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি। বড়দিনে খানিকটা শীতের আমেজ ফিরবে তবে জাঁকিয়ে শীতের সম্ভবনা থাকছে না। কলকাতায় গতকাল রাতের তাপমাত্রা ১৫.৯ থেকে বেড়ে ১৯.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ থেকে বেড়ে ২৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে প্রায় ২ মিলিমিটার।
Discussion about this post