রাজ্যে ফের উষ্ণতা,এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে গেল কলকাতার তাপমাত্রার পারদ। আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও খানিকটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে দক্ষিণের তিনটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। প্রতক্ষ্য প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ রয়েছে। তার অভিমুখ রয়েছে তামিলনাড়ুর উপকূলের দিকে। আগামী কয়েক ঘণ্টায় তার শক্তি আরও বাড়তে পারে। তামিলনাড়ুর উপকূলে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। তবে রাতের তাপমাত্রা আগামী দু’ দিনের মধ্যে আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষের দু’দিন তাপমাত্রা বৃদ্ধি পেলেও ডিসেম্বরের শুরুর দিকেই আবারও হবে পারদ পতন । সাগরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে নতুন করে তাপমাত্রা কমবে। আপাতত শনিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে মূলত শুকনো আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কুয়াশার দাপট দেখা যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা মহানগরীতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের নামতে পারে তাপমাত্রা। কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯০ শতাংশ।
Discussion about this post