আরজিকর নিয়ে যখন গোটা দেশ উত্তাল। সেখানে এইবার বেরিয়ে এল নকল চিকিৎসক। মধ্যমগ্রাম পৌরসভায় নকল চিকিৎসকের খোঁজ মিলল। যা ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের ১৭ই সেপ্টেম্বর একটি বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানেই অভিযুক্ত চিকিৎসক যোগাযোগ করে। তার নাম সুনীল সাউ। কিন্তু কিছুদিন পর তিনি গায়েব হয়ে যান। পরে তার সমস্ত নথি খতিয়ে দেখা হয়। সেখানেই দেখা যায়, তিনি যে নথি জমা দিয়েছেন সেগুলি সমস্তটাই অন্য এক সুনীল সাউয়ের। তারই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইন্টারভিউ দিয়েছিলেন। পাশাপাশি তিনি পাশ করে চাকরি পেয়েছিলেন।
গোটা বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায়। তদন্তের জন্য মধ্যমগ্রাম পৌরসভা সিএমওএইচের সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্ত সুনীল সাউকে শোকজ চিঠি পাঠানো হয়েছে সিএমওএইচের তরফে। কিন্তু তারপর থেকেই আর তার কোনও হদিশ নেই। তিনি নাকি রিজাইনের লেটার পাঠিয়েছেন। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন নকল চিকিৎসক কিভাবে সবার নজর এড়িয়ে কাজে যোগদান করতে পারলেন?
এদিকে মধ্যমগ্রাম পৌরসভায় যোগাযোগ করেন আসল সুনীল সাউ। তিনি বলেন, বিভিন্ন সময় ওই ব্যক্তি আমার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন জায়গায় কাজ করছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক।
যদিও পরে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে কথা বললে তিনি জানান, কোথাও টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে। এসব তিনি কেন করতে যাবেন?
Discussion about this post