উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে অশান্ত হয়ে উঠেছে পড়শি দেশ। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারে করেছে সে দেশের ডিডি পুলিস। আর তারপর থেকেই পথে নেমেছেন বাংলাদেশের সনাতনী হিন্দুরা। তাদের রুখতে সক্রিয় হচ্ছে পুলিস। দু পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশ। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেই নিয়ে হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, চিকিৎসার জন্য পাকিস্তানে যান, কিন্তু এই রাজ্যে আসবেন না। কার্যত সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশের সঙ্গে এই রাজ্যের দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। কলকাতার রবীন্দ্র সদন থেকে ডেপুটি হাই কমিশনার দফতর পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতারা। এই অফিস থেকে বেরিয়ে কার্যত হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। ভিসা বন্ধের আবেদন করা হবে বলে জানান তিনি। এমনকি, ভারত বিরোধী কথা বলা বন্ধ করতে হবে বলে স্পষ্ট করে জানান।
পাশাপাশি শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ চলছে। কাকদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাটেও প্রতিবাদ লক্ষ্য করা যায়। এই নিয়ে অভিযেক বন্দ্যোপাধ্যায় জানান, এটি আন্তর্জাতিক বিষয়। সমস্ত পদক্ষেপ করবে কেন্দ্র। দলগতভাবে কেন্দ্রকে তৃমমূলও সমর্থন করবে। পাশাপাশি তিনি সে দেশের অশান্তির খবরে দুঃখপ্রকাশ করেন এবং জানান, এটি একেবারেই সমর্থনযোগ্য নয়।
উল্লেখ্য, সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন খারিজ করে দেয়। আর এই ঘটনার পর কার্যত ক্ষোভে ফেটে পড়েন সনাতনী হিন্দুরা। তাদের দাবি, অবিলম্বে জামিন দিতে হবে হিন্দু সন্ন্যাসীকে।
Discussion about this post