কী কী ফিচার্স রয়েছে এনএসজির এই রোবটে
চারিপাশে ভেড়ি। ইটপাতা সংকীর্ণ রাস্তায় গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে বম্ব ডিসপোজাল রোবট। ভোটের বিকেলে সন্দেশখালিতে নামল এনএসজির বম্ব ডিসপোজাল টিম। উদ্ধার হল বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা
শক্রবার ছিল লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট। টিভির পর্দায় রাজ্যবাসীর দৃষ্টি আবদ্ধ ছিল ভোটের নানা আপডেটের দিকে। হঠাৎই স্ক্রিনে ভেসে উঠল সন্দেশখালির নাম। সকাল থেকেই শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁ এর আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে ছানবিন শুরু করেছে সিবিআই। তাদের কাছে খবর রয়েছে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। বিকেল হতেই এলাকার চেহারাটা একেবারেই বদলে গেল। সেখানে পৌঁছে গেল এনএসজির বম্ব ডিসপোজাল টিম। নামানো হল বম্ব ডিসপোজাল রোবট। ব্রিটিশ আর্মির কাছে এই রোবটের আরেকটি নামও রয়েছে। বম্ব ডক্টর। কী ভাবে কাজ করে এই বম্ব ডিসপোজাল রোবট। কি কি বৈশিষ্ট্য রয়েছে তাঁর। একনজরে দেখে নেব
বম্ব ডিসপোজাল রোবটের বৈশিষ্ট্য
১. ক্যালিবার সংস্থার নির্মিত এই রোবটটিতে বিশেষ ধরনের সেন্সর রয়েছে। দুর থেকেই বোমা চিহিৃত করতে পারে। রোবটটিতে লাগানো রয়েছে উন্নত মানের ক্যামেরা।
২. অপারেশন ফিনিশ করতে সক্ষম মাত্র ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে। এক্স রে করে দেখতে পারে ভেতরে কি রয়েছে।
৩. ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে সক্ষম রোবটটি ৪৫ ডিগ্রি খাঁড়া সিঁড়িতেও উঠতে সক্ষম।
৪. দুর থেকে রিমোটের সাহায্যে এর গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। কন্ঠস্বর শুনে কাজ করতে পারে।
৫. ৩৬ কেজি ওজন কাঁধে তুলতে সক্ষম। এতে রয়েছে গ্রিন লেজার।
সন্দেশখালিতে এনএসজি নামানোর ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন বিরোধীরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, আগে যা বলেছিলাম, সেটাই আজ স্পষ্ট হল। ভোটের মাঝেও বঙ্গ রাজনীতির পারদ চড়াচ্ছে সন্দেশখালি। শাসকদলের দাবি সন্দেশখালি প্রসঙ্গ জিইয়ে রেখে ভোট কাড়ার চেষ্টা বিজেপির। তবে এত যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল, এত বম্ব পাওয়া গেল। বিস্ফোরকের সন্ধানে নামাতে হল এনএসজিকে। সবটাই কি মিথ্যা? শুধুই ভোটের খেলা?
Discussion about this post