প্রখর দাবদাহে যখন সাধারণ মানুষের হাসফাঁস অবস্থা তখন ভোটপ্রার্থীদের করতে হচ্ছে ভোটের প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এই গরমেও নিজেদের মতো করে প্রচার করছেন। এরকমই প্রচারের একটা ভিন্ন চিত্র দেখা গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি স্টেশনে। শনিবার সকাল সকাল স্টেশনে হাজির হয়ে গেলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বললেন, চা পান করলেন। নিজের মতো করে প্রচার সারলেন নৈহাটির তৃণমূল নেতা।
শনিবার সপ্তাহের শেষ দিনে নৈহাটি স্টেশনে অফিসযাত্রীদের তাড়াহুড়ো। এরমধ্যেই সেখানে হাজির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে তিনি কথা বললেন নিত্যযাত্রীদের সঙ্গে। এমনকি কয়েকবার চাও পান করলেন যাত্রীদের আবদারে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপরই পার্থ ভৌমিক উঠে পড়েন সকাল ১০টা ৪৭ মিনিটের শিয়ালদাগামী ডাউন নৈহাটি লোকালে। এরপর চলন্ত ট্রেনেই সারলেন প্রচার। কথা বললেন নিত্যযাত্রীদের সঙ্গে। তাঁদের সুবিধা-অসুবিধা জানলেন এবং ভোট চাইলেন। নিত্যযাত্রীরাও ট্রেনে বসে পার্থ ভৌমিকের সঙ্গে আলাপচারিতায় খুশি।
পার্থ ভৌমিক রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য অনেক প্রকল্পেপ সূচনা করেছিলেন। কিন্তু পরবর্তী সময় বিজেপি সরকার কোনও কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ ও কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের ক্ষমতা বৃদ্ধি কোনও কাজই করেনি কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার।
লোকাল ট্রেনে তৃণমূল প্রার্থীকে হাতের নাগালে পেয়ে নিত্যযাত্রীরাও বেজায় খুশি। অনেকেই তাঁদের তাঁদের এলাকার বিভিন্ন সমস্যার কথা পার্থ ভৌমিককে জানান। তিনিও বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
আগামী ২০ মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহন হবে। নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবারই প্রথম লোকসভা ভোটের টিকিট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এবার গতবারের বিজয়ী সাংসদ তথা ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিং।
Discussion about this post