লোকসভা ভোটের মধ্যে সন্দেশখালি কাণ্ডে নতুন মোড়। এক ভাইরাল স্টিং অপারেশনে সন্দেশখালির এক স্থানীয় বিজেপি নেতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি নিউজ বর্তমান)। যা এখন তৃণমূলের হাতিয়ার। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির এক স্থানীয় নেতা গঙ্গাধর কয়ালকে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো। পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক হয়েছে। তাঁর আরও দাবি, মদ ও টাকার বিনিময়ে এই ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। এই স্টিং অপারেশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই তিনি বিজেপিকে তুমুল আক্রমণ করলেন। তাঁর তোপ, সন্দেশখালি কাণ্ড বিজেপির সাজানো এবং পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে ছোট করার জন্যই এই নির্লজ্জ চক্রান্ত।
অভিষেক আরও বলেন, পরিকল্পনা করেই সব হয়েছে। সন্দেশখালিতে রোবটও নামিয়ে দিল ওরা, যেন মনে হচ্ছিল চাঁদে প্রজ্ঞান নেমেছে। এ সবকিছুই দেখানোর জন্য। বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন, স্টিং ভিডিওয় গঙ্গাধর বলেছেন ২০০০ টাকার বিনিময়ে অভিষোগ দায়ের হয়েছে। তাহলে বসিরহাটের বিজেপি প্রার্থীও ২০০০ টাকার বিনিময়ে থানায় অভিযোগ করেছিলেন। অভিষেকের আরও দাবি, মিডিয়া কতো খবর প্রকাশ করেছিল, এখন এরা বলছে ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। উল্টে ধর্ষণের প্রমান যাতে না থাকে তাই ছয়-সাত মাস আগের ঘটনা বলে এফআইআর করা হয়েছে। অভিষেক আরও বলেন, এখন শুনছি ওরা (বিজেপি) গঙ্গাধরকেও অস্বীকার করছে, অথচ গঙ্গাধরই বলছে সে বিজেপির মণ্ডল সভাপতি।
এদিনের সাংবাদিক সম্মেলনে অভিষেক শুধু সন্দেশখালি নয়, অন্যান্য ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেন। গরু পাচার প্রসঙ্গে তাঁর অভিযোগ, গরু পাচারের জন্য অমিত শাহ দায়ী। তাঁর অধীনস্থ বিএসএফ বাহিনী গরু পাচারের জন্য দায়ী। এখন তো অনুব্রত মণ্ডল জেলে, তাও উত্তর প্রদেশ থেকে গরু ঢুকছে। অভিষেকের প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কোথায়। বিচার ব্যবস্থার বিরুদ্ধেও তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “বাংলাকে কলুষিত করার জন্য বিজেপির পাশাপাশি বিচারমাধ্যমের একাংশও দায়ী বলে আমি মনে করি। এই কথা বলার জন্য যদি আমি আদালত অবমাননার দায়ে পড়ি, তবে পড়ব। কিন্তু সত্যি করা বলা থেকে আমাকে আটকানো যাবে না”।
Discussion about this post