আমেরিকার মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে ফের প্রেসিডেন্ট পদে বসা কি ভাবিয়ে তুলছে বাংলাদেশকে? বাংলাদেশের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই জয়-পরাজয় গুরুত্বপূর্ণ ছিল। কারণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি। তেমনভাবে পরিবর্তন না হলেও সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ, যেখানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের কারণে দুই দেশের সম্পর্কের পরিবর্তন হতে পারে। কমলা হ্যারিস জয়ী হলে সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় থাকত। তবে ট্রাম্পের জয় বাংলাদেশকে ভাবিয়ে তুলছে। কিছুদিন আগেই নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই বন্ধুর দেশের মানুষের প্রতি ভালো আচরণ করছে না ট্রাম্পের প্রশাসন। জানা গিয়েছে, ট্রাম্পের নির্দেশেই ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করছে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ। মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর প্রতর্পণের জন্য ১৫ লক্ষ মানুষের তালিকা তৈরি করেছে বলে খবর। তাদের মধ্যে প্রায় ১৮,০০০ ভারতীয় রয়েছে যাদের কাছে সে দেশের থাকার কোনও নথিপত্র নেই। তাদেরই ভারতে পাঠানোর তোড়জোড় করছে মার্কিন প্রশাসন। এ বছর নভেম্বর মাসে অভিবাসন ও শুল্ক দফতর এক তথ্য প্রকাশ করে। তা থেকে জানা যায়, নন-ডিটেইন্ড ডকেটের ১৫ লক্ষ জনের মধ্যে ১৯,৪০০ ভারতীয়র নাম রয়েছে। তাদের দেশ থেকে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব শিগগিরই। যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উন্নয়ন, সংস্কার, অন্যান্য সমর্থন করে এসেছে। সেখানে ট্রাম্প ও তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশকে সহায়তা প্রদানে আগ্রহী হবে না। বিশেষ করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নীতিগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। “আমেরিকা ফার্স্ট” নীতির অধীনে ট্রাম্প প্রশাসন তাঁদের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে বৈশ্বিক সম্পর্ক পরিচালনা করতে পারে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও তাঁদের পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। বর্তমানে বাংলাদেশের রাজনীতি পিপাসু ব্যক্তিদের মনে একটা জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ ভবিষ্যৎ কেমন হবে?
বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি এক ফেসবুক পোস্টে মেজর সুমন আহমেদ এর উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তুলেছেন, ভারত কি বাংলাদেশ...
Read more
Discussion about this post