আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার ধৃত পুলিশ আধিকারিকের স্ত্রীকে তলব করল সিবিআই। সোমবারই সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে তলব করা হয়েছে অভিজিৎবাবুর আইনজীবীকেও।আইনজীবীকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা হলেন আরজি কর-কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সিবিআই তদন্ত যে দিকে এগোচ্ছে, তাতে তাঁর মনে হচ্ছে বিষয়টি ‘অন্যদিকে’ যাচ্ছে। এদিকে তাঁর আইনজীবী জানিয়েছেন, ‘আমাদের কোনওভাবেই তলব করেনি। অভিজিতের স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে দেখা করেন।’ প্রায় এক ঘণ্টা পরে সিজিও থেকে বের হন তাঁরা।অভিজিতের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেন শঙ্খজিৎ মিত্র। একই সঙ্গে সোমবার সঙ্গীতার সঙ্গে দেখা করেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেও অভিজিতের পাশে থাকার বার্তা দেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৪) ভি সলোমন নিশা কুমার, ডেপুটি কমিশনার (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (যাদবপুর) বিদিশা কলিথ। তাঁরা কিছুক্ষণ অভিজিতের বাড়িতে থাকেন। তারপর বেরিয়ে আসেন। অভিজিৎ বাবুর বাড়ি থেকে বেরিয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৪) ভি সলমান নেসাকুমার বলেন, ‘পরিবারের সঙ্গে আছি। এই পরিস্থিতিতে আমরা সবরকমের সহযোগিতা করব। আমার ব্যক্তিগত মত, টালা থানার ওসির কোনও দোষ নেই। ওখানে চিকিৎসক-সহ যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মত নিয়েই ওসি কাজ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই বেশি আর কিছু বলব না। তবে টালা থানার ওসি নিজের সেরাটা দিয়েছেন বলে আমি মনে করি।’
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর উদ্বোধন চলছে জোড়কদমে। মহালয়ার দিন থেকেই টলিপাড়ার নায়িকারা পৌঁছচ্ছেন বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধনের জন্য। চতুর্থীর দিন...
Read more
Discussion about this post