৩৮ দিন ধরে টানা আন্দোলন জুনিয়র ডাক্তারদের। সোমবার সন্ধ্যায় অবশেষে তাঁদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। আলোচনা ফলপ্রসূ। তবে সিদ্ধান্ত বাস্তবায়িত না হলে কর্মবিরতি প্রত্যাহার নয়, জানালেন আন্দোলনকারীরা। তবে এদিন মিটিং শেষ করার পরে দেখা যায় জুনিয়র ডাক্তারদের মুখে হাসিও নেই। আবার জুনিয়র ডাক্তারদের মুখে সেই আগের স্লোগান উই ডিমান্ড জাস্টিসও নেই। এ প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেন, ‘এই যে আন্দোলন আমরা করছি, বৈঠকে গিয়েছি, এখানে আসল যুদ্ধটা করেছেন আপনারাই। আমাদের শিরদাঁড়া সোজা রেখে ওখানে পাঠিয়েছেন আপনারাই। এই অবস্থান, বিপ্লব, প্রতিবাদকে আমার প্রণাম। আমরা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম স্বচ্ছ্তা নিয়ে তা এদিনকেই মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী। সেই সত্যর জায়গা থেকেই সরকার বাধ্য হয়েছে দাবি মানতে। এখনও সব দাবি মানা হয়নি। অনেক কিছু মেনেছেন। এখনও কোনও অর্ডার বেরোয়নি। যতক্ষণ না অর্ডার বেরচ্ছে ততদিন এই লড়াই চলছে, চলবে। ভুলে গেলে চলবে না, যে অভয়ার সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার চাই। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে মঙ্গলবার। আমাদের চোখ সেদিকেও থাকবে। আমরা কিন্তু কোনও আপস করতে আসিনি। আমরা বিচার চাই। সেই দাবিতে এই আন্দোলন, এই লড়াই, সংগ্রাম চলছে, চলবে’।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর উদ্বোধন চলছে জোড়কদমে। মহালয়ার দিন থেকেই টলিপাড়ার নায়িকারা পৌঁছচ্ছেন বিভিন্ন প্যান্ডেলে উদ্বোধনের জন্য। চতুর্থীর দিন...
Read more
Discussion about this post