: ন বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল পাকিস্তান ।ঘরের মাঠে তিন ম্যাচে সিরিজে ২-১ ব্যবধানের জয় শন মাসুদের দলের ।শেষ টেস্টে পাকিস্তান জিতল ৯ উইকেটে । পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান এবং নোমান আলি মিলে টেস্টে নিলেন ১৯টি উইকেট। ইংল্যান্ডকে শেষবার টেস্ট সিরিজ এ পাকিস্তান হারিয়েছিল ২০১৫ সালে ।সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল সেই সিরিজ ।এবার তিন ম্যাচের সিরিজে ২-০ জিতেছিল পাকিস্তান ।এবারে প্রথমে টেস্ট হারার পরেও পাকিস্তান সিরিজ জিতে নিল। তৃতীয় টেস্টে ইংল্যান্ড কে হারানো নেপথ্যে পাকিস্তানের দুই স্পিনার। আগের টেস্টের সাজিদ খান এবং নোমান মিলে ২০ উইকেট নিয়েছিল। তৃতীয় টেস্টে তারা নিল ১৯টি উইকেট। সাজিদ নিলেন ১০টি উইকেট এবং নোমান নিলেন ৯টি উইকেট ।প্রথম ইনিংসে তাদের দাপটে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২৬৭ রানে ।পাকিস্তান ৩৪৪ রান করে প্রথম ইনিংসে। শতরান করেন সাউথ শাকিল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড শেষ হয়ে যায় ১১২ রানে। নেপথ্যে সেই সাজিদ এবং নোমান। মাত্র ৩৬ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের সামনে ।সহজেই টেস্ট জিতে নেয় তারা । বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, এবং নাদিম শাহ কে বাদ দিয়ে খেলতে নেমে দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছিল পাকিস্তান ।তৃতীয় টেস্টেও তাদের দলে রাখা হয়নি। সেই টেস্টও পাকিস্তান জিতে নিল। এর আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরেছিল পাকিস্তান। প্রচন্ড সমালোচনা হয়েছিল পাকিস্তানের এই পরাজয়ে। তাই ইংল্যান্ডকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরে এলো পাকিস্তান ক্রিকেট দলে।
শেষ ছয়মাসে ভারতীয় ক্রিকেট যে ভাবে সমালোচিত হয়েছে, তার থেকে মুক্তি পেতে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে সকল সমালোচকদের যোগ্য জবাব দিতে,...
Read more
Discussion about this post