: ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে, এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ড ২ -০ সিরিজ জিতে নিয়েছে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ৮ উইকেট জিতেছিল নিউজিল্যান্ড ।পুনেতে শনিবার দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে সিরিজ পকেটে পুরে ফেলল।এদিন খেলা চলাকালীন সানিকে অস্ট্রেলিয়া নিয়ে প্রশ্ন করেই ফে৺সে যান কার্তিক। কিংবদন্তী ক্রিকেটার বলেন ‘এখন অস্ট্রেলিয়ার কথা বলোনা ।এরকম ভুল অনেকেই প্রায় করে থাকে। এখন যা ঘটছে তা নিয়ে চিন্তা করতে হবে। ফোকাস শুধুমাত্র সেদিকে থাকা উচিত। অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ার কথা ভাবা যাবে। যখন সেখানে যাব তখন অস্ট্রেলিয়াকে হারানোর রাস্তা সাথে হারানোর রাস্তা খুঁজে নেব। বিগত কয়েক বছরে আমরা সেটা করে দেখিয়েছি। বিষয়টা প্লেয়ারদের নয়। খেলোয়াড়দের ফোকাস খেলাতেই আছে। তবে তাদের চারপাশে লোকজন ও মিডিয়া অস্ট্রেলিয়া নিয়ে কথা বলছে। অস্ট্রেলিয়ায় কী হতে চলেছে, তা নিয়ে প্রচুর কভারেজ হচ্ছে ।অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সবসময় ভারতীয় খেলোয়াড়দের নিয়ে কথা বলছে।আমাদের কাকে দলে নেওয়া উচিত , কাকে দলে নেওয়া উচিত নয়। কেউ আমাদের অস্ট্রেলিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে না। ওরাই আমাদের দল ঠিক করে দিচ্ছে । আমাদেরও ওদের বিষয়ে জিজ্ঞাসা করা উচিত’। বর্ডার ট্রফিতে ভারতের আধিপত্য বজায় রেখেছে সেই ২০১৮-১৯ থেকে ।সেই বছর ভারত ২-১ হারিয়েছিল অজিদের । একই ব্যবধানে ২০২০- ২১ মরসুমে বিরুদ্ধে ভারত হারিয়েছিল আয়োজক দেশকে। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজ হারাতে পারেনি। দেখা যাক এবার কী হয়।
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post