দীপককুমার রায় এবং দীপককুমার রায়। একই নামে দুই ব্যক্তি। দু’জনেরই বাড়ি সিতাই ব্লকে। সিতাই বিধানসভা উপ নির্বাচনে দু’জনই মনোনয়নপত্র জমা করেছেন। একজন বিজেপির প্রার্থী, অন্যজন নির্দল। একই নামে দুই ব্যক্তি হওয়াতে বিজেপি প্রার্থী দীপককুমার রায়ের পথের কাঁটা হয়েছেন নির্দলের দীপককুমার রায়! যদিও বিষয়টি নিয়ে একদমই চিন্তিত নয় পদ্মপ্রার্থী। তাঁর দাবি, ভোট নাম দেখে নয় প্রতীক দেখেই হবে। তবে ইভিএমে প্রভাব ফেলবেন ভালোই, মন্তব্য নির্দল দীপকের। আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। তা নিয়ে এখন থেকেই জোরদার প্রচার শুরু হয়েছে। এবার উপনির্বাচন চতুর্মুখী লড়াই। তার সঙ্গে নির্দল প্রার্থী থাকায় চাপ বাড়ছে। সেখানে একই নামের দুই প্রার্থীর জেরে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিনোদকুমার রায়ের ছেলে দীপককুমার রায়। তিনি এবার নির্দল প্রার্থী। সিতাই ব্লকের বত্তরে বাড়ি নির্দল দীপকের। তার উপর আবার পেশায় কৃষক। চামটা আদর্শ হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করে রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনিদ্র বর্মন, উত্তরবঙ্গের একজন লোকশিল্পী। যিনি কিছুদিন আগে তার গানের মাধ্যমে প্রতিবাদ করেন। সম্প্রতি তিনি একটি গান আপলোড করেছিলেন সোশ্যাল...
Read more
Discussion about this post