হাতে মাত্র দু’দিন। এর মধ্যেই ২০২৫ এর আইপিএলের জন্য নিয়ম অনুযায়ী রিটেনশন লিস্ট সবকটি ফ্রাঞ্চাইজিকে জমা দিতে হবে। শেষ তারিখ ৩১ অক্টোবর। এখন প্রশ্ন, গতবারের চ্যাম্পিয়ন কেকেআর কি ভাবে তৈরি করেছে রিটেনশন লিস্ট? কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার গতবার টিমকে চ্যাম্পিয়ন করলেও রিটেনশনের প্রাথমিক তালিকায় তাঁর নাম থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ কেকেআর টিম ম্যানেজমেন্ট তাদের প্রথম পছন্দের শ্রেয়াসকে না -ও রাখতে পারে। অন্যদিকে, ক্রিকেট মহলের খবর অন্তত দুটি ফ্রাঞ্চাইজি কেকেআর অধিনায়ক কে নিলামে মোটা অঙ্কে কিনতে চায়। কেকেআরের প্রথম তিন পছন্দ সুনীল নারিন ,রিঙ্কু সিং ও বরুন চক্রবর্তী। সঙ্গে রয়েছেন আন্দ্রে রাসেল ও। এছাড়া যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে আছেন নীতিশ রানা ।নিয়ম অনুযায়ী রিটেনড হওয়া প্রথম তিন ক্রিকেটার পাবেন যথাক্রমে ১৮ কোটি টাকা ১৪ কোটি টাকা এবং ১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চম ক্রিকেটার হিসেবে আরো দুজনকে রিটেন করা হলে তারা পাবেন ফের ১৮ কোটি ও ১৪ কোটি এছাড়া রাইট টু ম্যাচ নিয়মে আরো একজনকে রিটেন করার সুযোগ টিমগুলোর কাছে থাকবে। কেকেআরের নিলাম অংক কেমন হবে অনেকটা নির্ভর করে করছে টিম সিইও বেঙ্কি মাইসোরের উপরে। গৌতম গম্ভীর এই বছর থাকতে পারছেন না ।কাজেই কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গী কারা হবেন সেটাও কে কে আর কে ভাবতে হবে ।অভিষেক নায়ার জাতীয় টিমে চলে গিয়েছেন। নিলামে খেলোয়াড় বাছাই পাশাপাশি কোচিং স্টাফ নিয়েও নতুন করে সিদ্ধান্ত নিতে হবে ।শ্রেয়াসকে যদি ছেড়ে দিতে হয়, কাকে অধিনায়ক করতে পারে কেকেআর? ঋষভ পন্থকে কোন কারনে যদি দিল্লি ছেড়ে দেয় তাহলে তার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। একইভাবে নজর থাকতে পারেন কেকেআরের প্রাক্তন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। তবে সবকিছু নির্ভর করছে শ্রেয়াসের ব্যাপারে টিম কি সিদ্ধান্ত নেয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post