ফের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। ভাইফোঁটার ঠিক আগের দিনই লক্ষ্মী এসেছে মল্লিক-চট্টরাজ পরিবারে। কাঞ্চনের ছেলের ওশ-এর বোন এসেছে। আর শ্রীময়ীকে বিয়ে ১০ মাসের মধ্যেই এই সুখবর জানিয়েছেন কাঞ্চন মল্লিক। প্রাক্তন স্বামীর বাবা হওয়ার খবরে ঠিক কী বলছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়? সম্প্রতিক বেসরকারি সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া দেওয়ার সময় তিনি সে কথা জানতে পেরেই শুভেচ্ছা জানান। সঙ্গে সঙ্গে বলেন, “মা-মেয়ে যেন সুস্থ থাকে। আমি আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম। একটা চিত্রনাট্য পড়ছিলাম। কাঞ্চনের কন্যা সন্তান হয়েছে। এটা খুবই আনন্দের খবর। যে কোনও মানুষ, যে কোনও মা এই খবর পেলে এটাই বলবে, মা আর সন্তান সুস্থ থাকে, ভালো থাকে। আমিও তাই-ই বলতে চাই, ওঁরা যেন ভালো থাকে।” এই পরিস্থিতিতে অভিনেতা তথা বিধায়ক পুত্রের মনের অবস্থা কী? কাঞ্চনের মেয়ে হওয়ার খবর কি কোনও প্রভাব ফেলেছে ওশের উপর? পিঙ্কির সটান উত্তর, “না ওশ খুব ভাল আছে। ওর উপর কোনও প্রভাব ফেলেনি। আমি আর ওশ খুব ভাল আছি।”
বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ অভিযানে উত্তাল হলো সল্টলেক করুণাময়ী চত্বর। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশসহ দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান...
Read more
Discussion about this post