রাজ্যে প্রতি মুহূর্তে একটানা বইছে উত্তুরে হাওয়া। তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভোরবেলায় ঘন কুয়াশায় ঢাকা একাধিক জেলা। যার জেরে আগামী কয়েকদিনে কমতে পারে দৃশ্যমানতা। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। বিকেলের পর থেকে সকালের অনেকটা সময় পর্যন্ত শীতের আমেজ থাকবে রাজ্য জুড়ে।
কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। যার জেরে ভোরের দিকে কমবে দৃশ্যমানতা। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বহাল থাকবে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এর ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতায় কিছুটা বাধা পড়তে পারে। বাংলার কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী পাঁচ দিন খুব একটা তাপমাত্রার হেরফের হবে না।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী চার-পাঁচ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
Discussion about this post