নভেম্বর মাস মানেই শীতের আবহ শুরু। গত কয়েকদিনে হালকা শীতের আমেজও অনুভূত হচ্ছে পারদ পতনের ফলে। দিনভর মূলত পরিষ্কার আকাশ। তার মাঝেই এবার ঘূর্ণি ঝড়ের ঘনঘটা। IMD এর পূর্বাভাস, এই শীতের আবহে বর্ষার স্মৃতি ফেরাতে আছড়ে পড়তে পারে ভারী বৃষ্টি।বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতীয় উপকূলরেখার উপর প্রভাবের দিক থেকে ভিন্ন হবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি৷
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আজ, ২১ নভেম্বর এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে থাকবে।
২৩ নভেম্বর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। গোটা সিস্টেমটি এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপটি ২৬ ও ২৭ নভেম্বর শ্রীলঙ্কা উপকূলে ল্যান্ডফল করতে পারে।
যদিও এই নিম্নচাপ ঝড়ের রূপ ধারনের বিষয়টিতে নিশ্চিত ভবিষদ্বানি করেনি IMD। যদি এই ঝড় পরিণত হয় এটি নাম হবে সৌদি আরবের পরামর্শে দেওয়া ‘ফেনজল’।
এই মরসুমে দ্বিতীয় ঝড় হতে চলেছে এই সম্ভাব্য ঝড়টি। ২০২৪ এর অক্টোবরে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আছড়ে পড়েছিল ‘ডানা’। ২২ এবং ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল হয় ডানার। ২৪ এবং ২৫ অক্টোবর মাঝরাতে ধামরা বন্দরের নিকটবর্তী ওড়িশা উপকূলে আছড়ে পরেছিল ঘূর্ণিঝড়টি৷ এটিও ছিল চলতি বছরে বর্ষা পরবর্তী ঘূর্ণিঝড়। আর এবার ‘ফেনজল’ যেটি একেবারে শীতের মাঝে কাঁটা হয়ে অবস্থান করতে চলেছে বলে অনুমান ভারতীয় আবহাওয়া দফতরের।
Discussion about this post