: অভিষেকেই পার্থ টেস্টের দুটো ইনিংসে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। ভারতীয় ব্যাটিং এর ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ছোটবেলার দারিদ্র্যর সামনে তার উত্থান। বিরাট কোহলি কে আদর্শ মেনেই শুরু ক্রিকেট অধ্যায় । নিজের জীবনের কথা উজাড় করে দিলেন নীতিশ।। পার্থের প্রথম ইনিংসে করেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ৩৮ সালে ইনিংস খেলেন এবং নট আউট থাকেন আর অ্যাডিলেডে চাপের মুখে করেন ৪২ রান । বিসিসিআইয়ের ভিডিওয় তিনি বলেন, “সত্যি কথা বলতে শুরুর দিকে ক্রিকেট নিয়ে আমি ততটা অত সিরিয়াস ছিলাম না। আমার উত্থানের পিছনে বাবার বহু ত্যাগ রয়েছে। একদিন দেখি, আমার বাবা টাকা-পয়সার সমস্যার জন্য কাঁদছেন। আমি তখন ভাবি, এভাবে চললে হবে না ।যেখানে আমার বাবা কষ্ট করছেন, সেখানে ক্রিকেটকে শুধু মজা হিসাবে নিলে চলবেনা। ” নীতিশ আরো বলেন ,”তখন থেকেই আমি পরিশ্রম করা শুরু করি ।মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আজ দেখি আমার বাবা কত খুশি ।আমার প্রথম জার্সি তাকে দিয়েছিলাম । তাঁর মুখে খুশির ঝলক দেখে আমারও ভালো লেগেছিল।” ক্রিকেট জীবন শুরু থেকেই বিরাট কে আদর্শ বলে মনে করতেন। ২০১৮ এ বি সি সি এর অনুষ্ঠানে অনুষ্কা ও বিরাটের সঙ্গে একটি ছবিও তোলেন। যে প্রসঙ্গে তিনি বলেন,” তখনই বিরাট খুব বিখ্যাত। এটা তোলার সুযোগ না পাই তাই এখনই তুলে রাখি ।ছোটবেলায় আমি নিজের বয়স হিসেব করতাম যাতে বিরাটের অবসর নেওয়ার আগে আমি ওর সঙ্গে খেলতে পারি।” সেই স্বপ্ন পূরণ হয়েছে নীতিশের। এবার বিরাটউ কাছ থেকে শিখতে চান কিভাবে নিজের রানকে সেঞ্চুরিতে পরিণত করা যায়
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post