: তিন ট্রফি রয়েছে ক্যাবিনেটে। গতবারের চ্যাম্পিয়ন আইপিএল এর সবচেয়ে জনপ্রিয় দলগুলির মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স ।কেকেআরের মালিকানা যৌথভাবে রয়েছে শাহরুখ খানের রেড চিলিস এবং জুহি চাওলা জয় মেটার মেটা গ্রুপের হাতে। আইপিএলের সফলতম দল মনে করা হয় চেন্নাই সুপার কিংস কে। পাঁচবারের চ্যাম্পিয়নযে দলের সম্পদ ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সিএসকের মালিকানা একসময় ছিল কিংবদন্তি ক্রিকেট প্রশাসক তথা ইন্ডিয়া সিস্টেমসের কর্ণধার এন শ্রীনিবাসনের হাতে ।পরবর্তী সময়ে বোর্ড অফ ট্রাস্টি করে পরিচালনা করা হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। মালিকানা রয়েছে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামক সংস্থার হাতে। ট্রফির বিচারে চেন্নাই সুপার কিংস এর সমকক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন দলের মালিকানা মুকেশ আম্বানি নীতা আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর হাতে। আইপিএল কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি পাঞ্জাব কিংস। দলের মালিকানায় রয়েছে চারজনের অংশীদারিত্ব। অভিনেত্রী প্রীতি জিনটা ব্যবসায়ী নেস ওয়াদিয়া, মোহিত বর্মন ও করণ পল। কলানিধি মারানের সান টিভি নেটওয়ার্ক সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক ।দলের সব কিছু দেখাশোনা করেন কাব্য মারান। লক্ষ্নৌ সুপার জয়েন্টস কিনেছিলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি সিএসসির মালিক ও আর পি এস জি গ্রুপের কর্ণধার। দিল্লি ক্যাপিটলসের মালিকানা রয়েছে শিল্পপতি পার্থ জিন্দাল ও তার জে এস ডব্লু গ্রুপ ও জি এম আর গ্রুপের হাতে যৌথভাবে ।দলের পরিচালনার দায়িত্ব দু বছর অন্তর হস্তান্তরিত হয় দুই সহযোগী গ্রুপের মধ্যে । ইউনাইটেড স্পিরিটসের হাতে রয়েছে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মালিকানা। একসময় যে গোষ্ঠীর সর্বা ছিলেন বিজয়া মাল্য। আপাতত দেখাশোনা করেন আনন্দ কৃপালু। প্রথমবার আইপিএল খেলছে না নেই চ্যাম্পিয়ন হয়ে হইচই ফেলেছিলেন ফেলেছিল গুজরাট টাইটান্স। দলের মালিকানা রয়েছে সিভিসি ক্যাপিটালস পার্টনারের হাতে। কর্ণধার রলি ফান রাপার্ড। রাজস্থান রয়্যালসের প্রথম মালিকানা রয়েছে মনোজ বাদালে ও ব্লেনহ্যাম শালকটের হাতে। রয়েছে ভিনদেশি বিনিয়োগও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post