বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নয়া মোড়। আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আলোচিত শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা। মঙ্গলবার রাতে তাঁকে আটক করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি। যশোর শহরের চাঁচড়া বাবলাতলার একটি মাছের হ্যাচারির ভেতর থেকে তাকে আটক করা হয়। সাইফুল চোরাই পথে পালিয়ে ছিলেন বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে ডিবি জানায়। সাইফুল আলম তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে এসআই মফিজ জানান।
উল্লেখ্য, সিআইডি ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের টিম জানিয়েছে, খুন করার পরে রাজারহাটের ফ্ল্যাটে ওই সাংসদের দেহ থেকে চামড়া ছাড়িয়ে ফেলা হয়েছিল। এমপির কাছে থাকা ৪.৩ লাখ টাকা তারা নিয়ে নেয়। এমনকী তার টি শার্ট পরেই সেই কসাই বেরিয়ে যায়। মহম্মদ সিয়াম হোসেন নামে এক অভিযুক্ত সেই টাকা নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সে নেপালে গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন আমেরিকায় চলে গিয়েছে বলে খবর।
Discussion about this post