ভারতে যা সস্তা, বিদেশ-বিভুঁইয়ে তা মহার্ঘ দামে বিক্রির নজির আগেও পাওয়া গিয়েছে। আরও একবার সামান্য জিনিস আকাশছোঁয়া দামে বিক্রি হতে দেখা গেল। সাধারণ হাওয়াই চপ্পল, যা ভারতে কয়েকশো টাকায় কিনতে পাওয়া যায়, কুয়েতে তা ১ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে সামনে এল। কুয়েতের একটি জুতোর দোকান থেকে কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, সাধারণ ঘরে পরার হাওয়াই চপ্পল বা শৌচাগারে যেতে যে চপ্পল ব্যবহার করি আমরা, ওই দোকানে তারই দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা। ভিডিও গ্রাফার হাওয়াই চটি গুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন। এবং বলছেন একেবারে নরম এই হাওয়াই চটি। এবং এগুলি যতটা আরামদায়ক ততটাই হালকা। পায়ে দিলে মনেই হবে না কিছু পরে রয়েছেন।
দোকানের এক প্রতিনিধিকে দেখা যায়, হাতে গ্লাভস পরে নীল-সাদা হাওয়াই চটি জোড়া বের করে, ওই শোকেসের উপর রেখে, গ্রাহকে দেখাচ্ছেন। কলকাতা ফুটপাথের জুতোর দোকানে যেমন হাওয়াই চটির সোল ভাঁজ করে দেখান দোকানিরা, ঠিক একই কায়দায় চটি জোড়ার স্থিতিস্থাপকতার প্রমাণ দিচ্ছেন তিনি। ভিডিওটি দেখার পর একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় একের পর এক অবাক হওয়ার ইমোজি শেয়ার করেছেন নেটিজেনরা। অনেকেই আবার এই নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি। বড়লোক দের শখ বলে অনেকেই কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে ১ লাখি হাওয়াই চটি।
এদিকে নীল-সাদা হাওয়াই চটি দেখলেই যার নাম প্রথম মাথায় আসে তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তথা ভারতে এই চটি বিক্রি হয় ১০০-১৫০ টাকায়। একই নীল-সাদা হাওয়াই চটি এখন বিদেশের মাটিতে বিক্রি হচ্ছে বিপুল দামে। সেটা দেখে মাথা ঘুরে যেতে পারে। কারণ দাম লেখা রয়েছে, ৪,৫০০ সৌদি রিয়াল। ভারতীয় মুদ্রায় যা ১,০০,৩০৫ টাকার সমান।কলকাতা তথা বাংলায় জুতোর দোকানে অনাদরে এক কোণে অবহেলায় পড়ে থাকা হাওয়াই চটি কী অকল্পনীয় মর্যাদা ও সম্মান পাচ্ছে সৌদি আরবে। যা দেখে হাসির রোল উঠেছে সমাজ মাধ্যম জুড়ে।
Discussion about this post