সদ্য সমাপ্ত ‘বিগ বস্ ওটিটি’ নিয়ে সমাজমাধ্যমে চর্চা ছিল তুঙ্গে। আর ইতিমধ্যেই টেলিভিশনের ‘বিগ বস্’ নিয়ে চর্চা শুরু হয়েছে। এই রিয়ালিটি শো শুরুর আগে প্রত্যেক সিজনেই জল্পনা থাকে প্রতিযোগীদের নিয়ে, এবারেও তার অন্যথা হচ্ছেনা ‘বিগবস ১৮’-তে প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে তা নিয়েও চলছে জল্পনা। জল্পনার মাঝেই উঠে আসছে চাঞ্চল্য তথ্য শোনা যাচ্ছে, এবার নাকি রিয়্যালিটি শো এর সঞ্চালক অর্থাৎ অভিনেতা সলমন খানের এক প্রাক্তন প্রেমিকাকে প্রতিযোগী হিসাবে দেখা যাবে এই শো তে ।
উল্লেখ্য, এবার বিগবস ওটিটিতে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা অনিল কপূরকে। কিন্তু দর্শক মহল জানাচ্ছে টেলিভিশন পর্দায় সলমনের সঞ্চালনা ছাড়া এই শো অসম্পূর্ণ। কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে শোয়ের প্রতিযোগীদের মধ্যে থাকছে নাকি সেই সলমনেরই প্রাক্তন প্রেমিকা?
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে অভিনেত্রী সোমি আলি। তার সঙ্গেই টানা আট বছর সম্পর্কে ছিলেন অভিনেতা সলমন খান । নব্বইয়ের দশকে ‘বুলন্দ’নামে একটি ছবিতেও একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিলো তাঁদের। আর এরপরই ১৯৯৯ সালে এসে সম্পর্ক ভাঙে তাঁদের।
এবার সলমান খানের প্রাক্তন সেই সোমি আলিকেই নাকি দেখা যাবে ‘বিগবস’ এর ঘরে প্রতিযোগী হিসাবে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে ‘বিগ বস’ এর পক্ষ থেকে এই খবর এখনও নিশ্চিত করা হয়নি।
এক সাক্ষাৎকারে সলমন সম্পর্কে তার প্রাক্তন সোমি বলেছিলেন, “নতুন করে আর কিছু বলার নেই আমাদের সম্পর্ক নিয়ে। ২০ বছর আগেও আমি বলেছিলাম সম্পর্কের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।”
এমনকি অভিনেতা সলমন সম্পর্কে প্রতারণা করেছিলেন বলেও জানিয়েছিলেন সোমি।
এ বছর সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করতেও দেখা যায় সোমিকে । তিনি লিখেছিলেন, “মদ্যপানের জন্য আমাকে নিয়ে হয়তো চর্চা হবে। কিন্তু তাতে আমি থেমে থাকবো না, কারণ ওই অপমান আপনাদের কাউকেই সইতে হয়নি। আর ওই সময় কেউ আমার পাশে থাকেনি, কারণ সেই অত্যাচারী আসলে একজন জনপ্রিয় তারকা।”
Discussion about this post