বাংলা সিনেমার অন্যতম সেরা নায়িকা সুচিত্রা সেন।স্বর্ণালী যুগের অভিনেত্রী,তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগ্রহ দর্শকদের মনে।ক্যামেরার সামনে তার মোহময়ী অভিনয় আজও চর্চিত।কিংবদন্তী নায়িকা আজও অমলিন বাঙালির মনে।রমা থেকে সুচিত্রা হয়ে উঠেছিলেন।সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন অভিনেত্রী।কিন্তু মা হিসেবে সুচিত্রা কেমন ছিলেন?তার মেয়ে মুনমুন সেন ও টলিউড এর খ্যাতনামা অভিনেত্রী।মায়ের সম্পর্কে বলেছেন অভিনেত্রী।
সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটাছেড়া হয়েছে।তার বিয়ে ,স্বামী ও পরিবার নিয়ে আজও কৌতূহল মেটেনি দর্শকের।এবার ছেলেবেলার কথা মনে করলেন মুনমুন সেন।মা হিসেবে সুচিত্রা সেন সম্পর্কে জানিয়েছেন মুনমুন।
মুনমুনের শৈশব কেটেছে বোর্ডিং স্কুলে।পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসেন মুনমুন।সুচিত্রা সেন তার মেয়েকে সবসময় লাইম লাইট থেকে দূরে সরিয়ে রাখতেন।মুনমুনকে সব কিছুর অভ্যেস করতে বলতেন সুচিত্রা।আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বড়ো করে তুলেছেন মুনমুনকে।বাসে ট্রামে করে স্কুল কলেজে যাতায়াত করেছে মুনমুন।কখনোই বিলাসিতা দেননি সুচিত্রা।
এছাড়া মেয়েকে স্বাধীনচেতা হতে দিয়েছেন তিনি।কোনো কিছুতেই কখনো বাধা দেননি।যেকোনো কাজে মায়ের উৎসাহ পেতেন মুনমুন।তাই সিনেমার পাশাপাশি সন্তানকে সুশিক্ষায় বড় করে তুলেছেন সুচিত্রা।এক সাক্ষাৎকারেই মায়ের সম্পর্কে এই সকল কথা জানিয়েছেন মুনমুন।
পরবর্তীকালে সিনেমা জগতে পা রাখে মুনমুন।সেখানেও মেয়ের কাজে উৎসাহ দিয়েছেন সুচিত্রা।একজন সফল নায়িকা ও মা হিসাবে উপদেশ দিয়েছেন মেয়ে মুনমুন সেনকে।
Discussion about this post