তীব্র গরমে পুড়ছে বাংলা। দক্ষিণবঙ্গে গরমের বাড়বাড়ন্ত আছেই, বাদ নেই উত্তরবঙ্গও।বিভিন্ন জায়গায় লাল সতর্ক তাও জারি করা হয়।আর এই অত্যধিক গরম নিয়ে গরমাগরম পোস্ট দেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।তার পোস্ট ছিল বিশ্ব উষ্ণায়ন নিয়ে।যেই পোস্ট কে ঘিরে তুমুল সমালোচনা এখন নেট মহলে।বিশ্ব উষ্ণায়ন নিয়ে বার্তা দিতেই কটাক্ষের শিকার হলেন স্বস্তিকা। বুধবার নিজের ফেসবুক প্রোফাইলের পাতায় একটি পোস্টে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আরো গাছ কাটো। আরো পুকুর বোজাও। কংক্রিটের জঙ্গলে বাস করবে মানুষের লাশ…।’
স্বস্তিকা বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ।তার পশুপ্রেম ও ধরে পরে বিভিন্ন ছবির মাধ্যমে।নানা বিষয় নিয়ে সমাজমাধ্যমে নিজের মতামত জানান স্বস্তিকা। এবারেও তাঁর অন্যথা ঘটেনি।পরিবেশ নিয়ে সচেতন করতেই তিনি এই পোস্ট টি করেন। কিন্তু তাঁর পরেই নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হন তিনি। স্বস্তিকার এই পোস্টে প্রচুর কমেন্ট আসে। কেউ কমেন্ট করেন, ‘নিজে কয়টা গাছ লাগিয়েছেন ?’ কেউ আবার মন্তব্য করে বসেন, ‘দিদি নিজে তো এসি ঘরে বসে পোস্ট করছেন।’ চুপ করে থাকেননি অভিনেত্রী। নেটিজেনদের কমেন্টের উত্তর দিয়েছেন তিনি। ক’টা গাছ তিনি লাগিয়েছেন সেই কমেন্টের উত্তরে স্বস্তিকা লেখেন, ‘হ্যাঁ, লাগিয়েছি। আমি আর বাবা দুজনেই। আমাদের বাড়ির গলিতে যে কটা গাছ আছে আমাদেরই লাগানো। আর আমি কোনও ফ্ল্যাটে থাকি না। কোনও ফ্ল্যাট কেনা নেই। বাবার বাড়িতে থাকি। আর মুম্বই গেলে ভাড়া বাড়িতে থাকি।’ আরো একটি কমেন্ট ছিল,
এসি ঘরে বসে পোস্ট দিচ্ছেন,এই কমেন্টের উত্তরে স্বস্তিকা লেখেন, ‘ফুটপাথে তো বসে স্ট্যাটাস দিতে পারব না দাদা। তবে আমি গত চারদিন ধরে রাস্তায় কাজ করছি। পোর্টেবল এসি তো পাওয়া যায় না এখনও। থাকলে সঙ্গে নিয়ে ঘুরতাম।’ এভাবেই ট্রোলিং কে হ্যান্ডেল করেছেন অভিনেত্রী।
Discussion about this post