আর জি কর কাণ্ডে শোকে বিহ্বল গোটা রাজ্য। এখনও অনেকে ঘটনার নৃশংসতা ও নির্মমতার কথা ভেবে শিউরে উঠছেন। রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি গলা মেলাতে দেখা গিয়েছে টলিউডের শিল্পীদের। এমনকি বলিউড থেকেও এসেছে বার্তা। বাদ গিয়েছে বহু ইভেন্ট। দেব বিদেশে থাকলেও সেখান থেকে জানিয়ে দিয়েছেন যে তাঁর খাদান ছবির টিজার লঞ্চ নির্দিষ্ট দিনে হচ্ছে না। পিছিয়ে দেওয়া হয় শিবপ্রসাদ-নন্দিতার বহুরুপী ছবির টিজারও। এইরকম বহু আরও ইভেন্ট রয়েছে। এতদিন চুপ করে থাকলেও ১৫ অগাস্টের দিন মুখ খুলতে দেখা গিয়েছে রচনা ব্যানার্জিকে। এরপর আচমকা বন্ধ হল দিদি নং 1 এর অডিশন। টেলি পাড়ার অন্দরের খবর, রায়গঞ্জে যে স্কুলের মাঠে এই শো-এর অডিশন হওয়ার কথা ছিল। সেই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষাকর্মীদের একাংশের আপত্তির জেরেই সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এই শো-এর অডিশন। জানা যাচ্ছে, রায়গঞ্জের ওই স্কুলের পক্ষ থেকে চ্যানেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আরজি কর-এর ঘটনায় যখন শোকে বিহ্বল গোটা দেশ, সেই মুহূর্তে এই ধরনের বিনোদনমূলক শো হোক স্কুল মাঠে তা তাঁরা চান না। যদিও চ্যানেলের পক্ষ থেকে কোনও কারণ দেখানো হয়নি।
বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ অভিযানে উত্তাল হলো সল্টলেক করুণাময়ী চত্বর। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশসহ দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান...
Read more
Discussion about this post