ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা
এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই সম্পন্ন হয় ভাইফোঁটা। ভাই বা দাদাদের মঙ্গল কামনায় দিদি বা বোনেরা ফোঁটা দিয়ে থাকে। ফুল, দূর্বা, চন্দন, ধূপ ও প্রদীপ সামনে রেখে চলে দাদাদের মঙ্গল কামনা। তারপর আর্শিবাদ করে মিষ্টিমুখ। থাকে বিশেষ উপহারও। এইদিন বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। বাড়িতে বাড়িতে সাড়ম্বরে পালিত হয় উৎসব। থাকে খাওয়া-দাওয়ারও বিশেষ পর্ব। এই বছর কবে পড়েছে ভাইফোঁটা জানেন? বা কতক্ষণ থাকবে এই তিথি?
দ্বিতীয়ার তিথি শুরু হচ্ছে শনিবার রাত ৮টা ২১ মিনিটে। এই তিথি থাকছে পরের দিন রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত।
তবে ভাইফোঁটা পালন হবে রবিবারই। সেদিন একটু বেলার দিকেই তিলকের সময়। অর্থাৎ, ১টা ১০ মিনিট থেকে ৩টে ২১ মিনিট পর্যন্ত। তিলকের জন্য সময় পাবেন মাত্র ২ ঘন্টা ১১ মিনিট।
তবে জানেন ভাইফোঁটার শুভ সময় কোনটা? আসলে রবিবার ১টা ১০ মিনিট থেকে ৩টে ২২ মিনিট পর্যন্তই শুভ সময়। এই দু ঘন্টা শুভ সময়ের মধ্যেই ফোঁটা শেষ করতে হবে এই বছর।
Discussion about this post