টলিপাড়ায় জনপ্রিয় ও খ্যাতনামী এক অভিনেত্রী পার্নো মিত্র। তাঁর অভিনয় বারবার মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। বিভিন্ন ছবিতে নানা চরিত্রে ধরা দেন তিনি। আর তাঁর সমস্ত চরিত্রই বেশ প্রসংশিত হয় সিনেমামহলে। পার্নোর ব্যক্তিজীবন নিয়ে তাঁর অনুরাগীরা বেশ কৌতুহলী। তাই সোশ্যাল মিডায়ায় অনুরাগীর সংখ্যা নেহাৎই কম নয়। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবিও সমাজমাধ্যমে পোস্ট করে থাকেন অভিনেত্রী। তবে সম্প্রতি, শ্রীলঙ্কা সফরের ছবি একেবারেই শোরগোল ফেলে দিয়েছে নেট নাগরিকদের মধ্যে।
সপ্তাহের প্রথম দিনে পার্নো তাঁর ইনস্টা হ্যান্ডেলে একটি কয়েক সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন। যা দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। পুলের ধারে বিকিনিতে রয়েছেন অভিনেত্রী। বহু অনুরাগী যেমন তাঁর প্রসংশায় পঞ্চমুখ হয়েছেন, তেমনই অনেকে কমেন্ট বক্সে তুলোধনাও করেছেন।
ট্রাভেল ডাইরি থেকে পার্নোর পোস্ট করা ছবি দেখেই অনেকের চক্ষু চড়কগাছ। একের পর এক মন্তব্য অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে। কেউ লিখেছেন, ডু অউর ডেয়ার। সব জামাকাপড় খুলে পুলের জলে ঝাপ দিত। অনেকে বেশ ক্ষুব্ধ হয়ে গিয়ে লিখেছেন, ওনি দিন দিন এমন হয়ে যাচ্ছেন কেন? অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, বং অভিনেত্রীরা আবার বলিউডকে ফলো করছে। তবে অনেকেই পার্নোর হট লুক-কে বেশ ভালো বলছেন। কেউ লাভ রিয়েক্ট দিয়ে ভরিয়ে দিচ্ছেন, কেউ আবার বলছেন দুর্দান্ত ছবি।
তবে সবথেকে চর্চিত হয়েছে তার কালো বিকিনি পড়ে পুলের ধারে ছবি দেওয়ায়। যা কিউটনেস ওভারলোডেড বলে মন্তব্য করেছেন বহু অনুরাগী। তবে নানা প্রশ্নের সন্মুখীনও হতে হয়েছে অভিনেত্রীকে। অনেকে বলেছেন, পার্নোর বেবি বাম্প স্পষ্ট। শ্রীলঙ্কা সফরের খরচ কে মেটাচ্ছে? এই প্রশ্ন কেউ কেউ তুললেও পার্নো কিন্তু স্পিকটি নট।
Discussion about this post