কিছুদিন আগেই নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। কিন্তু তারপরই শুরু হল পরিচালকে ঘিরে শোরগোল। FCTWEI এর প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, ফেডারেশনের নিয়ম লঙ্ঘন করেছেন রাহুল মুখোপাধ্যায়।
রাহুল প্রতিবেশী দেশ বাংলাদেশে গিয়ে সিনেমার শুটিং করছিলেন। এই বিষয়ে ফেডারেশন এবং ইস্টার্ন ইন্ডিয়ার ডিরেক্টর এসোসিয়েশন কেউই জানতেন না। কাজের সুত্রে তিনি যখন বাংলদেশে ছিলেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাহুল জানিয়েছিলেন, তিনি ঘুরতে এসেছেন একজন পর্যটক হিসেবে। কিন্তু গিল্ডের কাছে খবর ছিল বাংলদেশের টেকনিশিয়ানদের থেকে সুবিধা নিয়ে সিনেমার শুটিং করছিলেন রাহুল, যেটি নিয়ম বহির্ভূত কাজ। এই অভিযোগে তাঁকে তিন মাসের জন্য ব্যান করা হল। আর এই সিদ্ধান্ত ফেডারেশনের অন্যান্য গিল্ডের তরফেও নেওয়া হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর ফেডারেশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে টলিপাড়ার পরিচালকেরা বৈঠকে বসেন। বৃহস্পতিবার বিকালে রাহুল সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন রাহুল সহ অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী, অনিরুদ্ধ রায়চৌধুরী, ইন্দ্রাশিস আচার্য-সহ টলিপাড়ার একাধিক পরিচালক। বৈঠকের আগে অবশ্য ‘ডিএইআই’ সদস্যদের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে রাহুল বনাম ফেডারেশনের মতানৈক্যের বিষয়টিকে তুলে ধরা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার বৈঠকে প্রায় ৭০ জন পরিচালক রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমর্থনে স্বাক্ষর করেন। এবং গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে রাহুলের পরিচালনা বা ছবির কাজ যেন বন্ধ না থাকে। রাহুলের আগামী ছবির শুটিং শুরু হবে ২৭ জুলাই থেকে। তবে রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা সেই বিষয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
Discussion about this post