কলকাতায় চিকিৎসা করাতে এসে এক বাংলাদেশি সাংসদের রহস্যমৃত্যু নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। নিউটাউনের এক অভিজাত আবাসনে দেহ উদ্ধার হয়েছে বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনওয়ারুল আজিমের। তিনি গত ১২ মে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। এর দুদিন পর অর্থাৎ ১৪ মে থেকে তিনি নিখোঁজ হয়ে যান বলেই জানা গিয়েছে। অবশেষে তাঁর দেহ পাওয়া গেল নিউটাউনের এক অভিজাত আবাসনে। ওই ঘরে রক্তের দাগও মিলেছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, খুন করা হয়েছে আনওয়ারুল আজিমকে।
কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের সাংসদ আনওয়ারুল আজিম। কিন্তু গত ১৪ মে থেকে তিনি নিখোঁজ হয়ে যান। সূত্রের খবর, বরাহনগরে গোপাল বিশ্বাস নামে তাঁর এক বন্ধুর বাড়িতে এসে উঠেছিলেন। ওই ব্যাক্তির দাবি, বিশেষ কাজে সেদিন বাড়ি থেকে বের হলেও ফিরে আসেননি আজিম। কয়েকদিন অপেক্ষা করার পর ১৮ মে তিনি বরাহনগর থানায় নিখোঁজ ডায়রি করেন গোপাল বিশ্বাস। পুলিশ তদন্তে নেমে বাংলাদেশের সাংসদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তা বন্ধ পাওয়া যায়। যোগাযোগ করা হয় বাংলাদেশে তাঁর পরিবারের সঙ্গেও। এরপরই তৎপর হয় বাংলাদেশ সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মাধ্যমে রাজ্য পুলিশের কাছে আসে বিশেষ বার্তা। পুলিশের তদন্তেও জোর বাড়ে। তদন্তে নিউটাউনের এক ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশ। বুধবার সকালে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় আনওয়ারুল আজিমের দেহ। পুলিশের সন্দেহ, খুন করা হয়েছে বাংলাদেশের সাংসদকে। বিশেষ করে বাংলাদেশের বিদেশমন্ত্রীও সেই দাবিই করেছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কয়েকজনকে আটক করেছে। তবে বিধাননগর গোয়েন্দা শাখা আলাদা করে তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে ওই আবাসনের সিসিটিভি ফুটেজ।
Discussion about this post