কোভিডে আক্রান্ত হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি এমনই যে, প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখেই কোয়ারেন্টাইনে যেতে হল এই রাজনীতিককে। তার শারীরিক অবস্থা, বার্ধক্য নিয়ে বিগত দিনে ক্রমাগত প্রশ্ন উঠেছে। এমনকি তার নিজের দলেও এই নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে প্রার্থীপদ থেকে সরানোর দাবি জানাচ্ছেন ডেমোক্র্যাটদের একটা বড় অংশ। আর এইসবের মাঝেই পুনর্নিবাচনের জন্যে প্রচার চালিয়ে যাচ্ছেন বাইডেন। প্রচারকার্য চালাতে লাস ভেগাসে একটি ইভেন্টে অংশ নেন বাইডেন। সেই অনুষ্ঠানের পরই জানা যায়, বাইডেন কোভিড আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়ার ঘোষণা করেন, ‘ ‘৮১ বছরের মার্কিন প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটের প্রেসিডেন্ট পদপ্রার্থী করোনায় আক্রান্ত। রিপোর্ট পজিটিভ আসার পর তিনি সাম্প্রতিক প্রচার সভা বাতিল করেছেন। তিনি কোভিডের টিকাপ্রাপ্ত এবং বুস্টার ডোজও নিয়েছেন।
তবে একাধিক মৃদু উপসর্গ থাকায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত বাইডেনের।’ অন্যদিকে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার আগে লাস ভেগাস থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে চেপে ডেলাওয়্যারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জো বাইডেন বলেছিলেন, ‘আমি বেশ ভালো বোধ করছি।’ বলাই বাহুল্য, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টক্করে ক্রমশই পায়ের তলায় মাটি হারাচ্ছেন তিনি। ঠিক সে সময়ই তাঁর নতুন করে কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি বড় ধাক্কা বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি প্রার্থী পথ থেকে নিজের নাম সরিয়ে নেবে জো বাইডেন? সেক্ষেত্রে ৮১ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, ‘যদি আমার তেমন কোনও মেডিক্যাল এমারজেন্সি হয়, চিকিৎসকরা যদি আমায় বলেন সেটি গুরুতর তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব কি না, ভেবে দেখব।’
Discussion about this post