ইতিমধ্যে শিয়ালদা দক্ষিণ শাখার প্রায় ১২ কোচের লোকাল ট্রেন চালানো হয়। তবে শিয়ালদা মেন লাইন এবং শিয়ালদা নর্থে এখনও অনেক ট্রেনে ১২টি কোচ থাকে না। শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-বনগাঁ শাখার সব ট্রেনকে ১২ কোচে পরিণত করার জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করতে হবে। সেইমতো জোরকদমে কাজ চলছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। কবে কাজ শেষ হবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চার নম্বর প্ল্যাটফর্মের একাংশের কাজ শেষ হয়ে গিয়েছে। এক, দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। চলতি মাসেই সেই কাজ শেষ হয়ে যাবে। তবে ওভারহেড তার, সিগন্যালিংয়ের জন্য নন-ইন্টারলকিংয়ের মতো কাজ সম্পূর্ণ করতে আরও মাসখানেক লাগবে। পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও বাড়ানো হবে। এখন প্রশ্ন হল কবে কাজ শেষ হবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চার নম্বর প্ল্যাটফর্মের একাংশের কাজ শেষ হয়ে গিয়েছে। এক, দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। চলতি মাসেই সেই কাজ শেষ হয়ে যাবে। তবে ওভারহেড তার, সিগন্যালিংয়ের জন্য নন-ইন্টারলকিংয়ের মতো কাজ সম্পূর্ণ করতে আরও মাসখানেক লাগবে। পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও বাড়ানো হবে। ওই পাঁচটি প্ল্যাটফর্মের প্রতিটি থেকেই ১২ কোচের লোকাল ট্রেন কবে ছাড়বে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে আগামী জুনের মধ্যে শিয়ালদা মেন লাইনের এক, দুই, তিন, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ট্রেন ছাড়বে। রেলের হিসাব অনুযায়ী, নয় কোচের লোকাল ট্রেনে গড়ে ৩৩০ জন যাত্রী বসে যেতে পারেন। আর দাঁড়িয়ে যেতে পারেন আরও ১,২০০ জন যাত্রী। সেক্ষেত্রে ১২টি কোচের লোকাল ট্রেন চালানো হলে আরও বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন। সকাল-সন্ধ্যার অফিস টাইমে যে মারাত্মক ভিড় হয়, সেটা কিছুটা কমবে।
Discussion about this post