পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই নিয়ে মামলা করেছেন। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।আদালতের দ্বারস্থ হয়ে আইনজীবী দাবি করেন, অর্জুন সিং-এর বাড়ির কাছে নজরদারি চালানোর জন্য পুলিশ চারপাশে নানা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। যাতে বিজেপি প্রার্থীর সঙ্গে কে বা কারা দেখা করতে আসছে তা জানা যায়। পুলিশ আইনত এই কাজ করতে পারে না বলেই বক্তব্য তাঁর। সেই প্রেক্ষিতেই এই মামলা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন তিনি। এবারেও টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরেছেন অর্জুন। গেরুয়া শিবির তাঁকে প্রার্থীও করেছে ব্যারাকপুরে। তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে তাঁর টক্কর দেখার জন্য মুখিয়ে রাজনৈতিক মহল। তার আগে রাজ্য পুলিশের বিরুদ্ধে নজরদারির যে অভিযোগ তুলেছেন অর্জুন, সেই ইস্যুর জল কতদূর গড়ায় সেটা লক্ষ্যণীয় বিষয়। এদিকে ভোট শুরুর আগে অর্জুন সিংকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। ভোটের মুখে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা পেয়েছেন অর্জুন সিং। তবে তিনি একা নন, নিরাপত্তা পেয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
সপ্তাহের শুরুতে ফের কলকাতা শহরের শিয়ালদহ স্টেশন উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। গ্রেফতার হাসান শেখ...
Read more
Discussion about this post