মালদহ জেলায় বজ্রপাতের জেরে তিন নাবালক-সহ মোট ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মালদহ জেলাজুড়ে ব্যপক ঝড়বৃষ্টি হয়। মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, বজ্রপাতে মৃত ব্যক্তিদের পরিবারবর্গকে দুর্যোগ তহবিল থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সরকারি তরফে সবরকম সহায়তা করা হবে। নির্বাচনী বিধিনিষেধের মধ্যে নিয়ম মেনেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। তাতে পুরাতন মালদহের সাহাপুরে আম কুড়োতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম চন্দন সাহানি (৪০), মনোজিৎ মণ্ডল (২১) এবং রাজ মৃধা (১৬)। অপরদিকে, গাজোল থানা এলাকার আদিনাতে বজ্রপাতে একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মানিকচকে প্রাণ গিয়েছে দুই নাবালক-সহ এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরা প্র্ত্যেকেই আমবাগানে আম কুড়োতে গিয়েছিলেন। অপরদিকে ঝড়বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় রতুয়া থানা এলাকার সুমিত্রা মণ্ডলের (৪৫)। মালদহ হরিশ্চন্দ্রপুরের দম্পত্তি নয়ন রায় (২৩) এবং প্রিয়াঙ্কা রায়ের (২০) মৃত্যু হয়েছে বজ্রপাতে। তাঁরা পাটক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেই জেলা প্রশাসনসূত্রে খবর।
Discussion about this post