অনেক সময় তালা দেওয়ার পর চাবি টা হারিয়ে যায়।এদিকে তালা খোলার সময় হয় বিপত্তি।অগত্যা তখন মিস্ত্রি ডেকে তালা খুলতে হয়।আমাদের অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটেছে।সেক্ষেত্রে বেশ কিছু ঘরোয়া উপায় আছে।যার দ্বারা আপনিও সহজেই তালা খুলে ফেলতে পারেন।আজকের প্রতিবেদনে জানব বেশ কয়েকটি উপায়।
সেফটি পিনের ব্যবহার:
সেফটিপিন দিয়েও তালা খোলা যায়।দরজার লক না খুললে আমরা মাথার ক্লিপ বা সেফটিপিন দিয়ে আমরা দরজা খুলতে পারি।সেক্ষেত্রে সেফটি পিন সঙ্গে রাখলে কিন্তু আই সমস্যার সমাধান হবে।
দেশলাই কাঠির ব্যবহার:
২০ থেকে ২৫টা মতো দেশলাই কাঠি নিন! সেই দেশলাইয়ের বারুদগুলো ভেঙে নিন একটা কাগজের মধ্যে।এবার তালার মধ্যে যেখানে চাবি ঢোকানো হয় সেখানে ওই বারুদের গুড়ো গুলো ঢুকিয়ে দিতে হবে।
এরপর একটা কাগজে আগুন ধরিয়ে সেই কাগজটা তালার মধ্যে ঢোকান।আগুন বারুদ পর্যন্ত পর্যন্ত পৌঁছলেই খুব ছোট একটা বিস্ফোরণ হবে।ব্যাস সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে।
এই দুটো পদ্ধতিতে খুব সহজেই তালা খুলে ফেলতে পারবেন।তাহলে চাবি হারিয়ে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই।সঙ্গে রাখুন সেফটি পিন বা দেশলাই।যা আপৎকালীন সময়ে কাজে আসে।
Discussion about this post