এ বছর আইপিএল ১৫৬ কিলোমিটার গতিবেগে বল করে সকলকে চমকে দিয়েছেন মায়াঙ্ক যাদব । দুটি ম্যাচে তিনি লক্ষ্ণৌ সুপার জায়েন্টসকে জয় এনে দিয়েছেন তার গতির জোরে । গত দুবছর আইপিএলে জোরে বল করে সকলকে চমকে দিয়েছিলেন উমরান মালিক । কাশ্মীরের এই ফাস্ট বোলারকে নিয়েও যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল । ভারতীয় ক্রিকেট দলের স্থান পেয়েছিলেন উমরান মালিক । কিন্তু সেভাবেই সাফল্য পাননি তিনি । মায়াঙ্ক যাদবকে নিয়ে আলোড়ন সৃষ্টি হলেও এর থেকেও অনেক বেশি গতিতে নিয়মিত বল করে গেছেন একসময় বিশ্ব কাঁপানো বোলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার । ১৫৭ কিলোমিটার এর বেশি গতিতে বল করা তার কাছে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার । ২০০৩ সালে বিশ্বকাপে সবচেয়ে ভয়ঙ্কর বোলার ছিলেন শোয়েব আখতার । ইংল্যান্ডের বিপক্ষে তিনি চতুর্থ ওভারে বল করতে আসেন । প্রথম বলটি তিনি করেন ১৫৩ কিলোমিটার গতিতে । এর পরের পাঁচটি বল তিনি এত গতিতে করেন যে ব্যাটসম্যান প্রায় চোখেই দেখতে পাননি । ওভারের শেষ বলটিতে তিনি ভেঙে দিলেন সর্বকালের সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড । তার শেষ বলটির গতিবেগ ছিল ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘন্টায় যা প্রায় ঘন্টায় ১০০ মাইলের থেকেও বেশি। মজার ব্যাপার হল এর আগেও তিনি এই গতিবেগে বল করেছিলেন কিন্তু আইসিসি সেই স্বীকৃতি দেয় নি একজন নবাগত বোলারকে ।। বিশ্বকাপে খেলার পর আইসিসি তার গতিবেগকে স্বীকৃতি দেয় ।
১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি গতিবেগে আজ পর্যন্ত কোনও বোলার বল করতে পারেননি।। আন্ডি রবার্টস , ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, জেফ টমসন, ডেনিস লিলি, ইমরান খান, ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, শেষ টট , অ্যালান ডোনাল্ড সবার কথা মাথায় রেখেই এটা স্বীকার করতে কারো দ্বিধা নেই যে পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ গতিতে বল করেছেন শোয়েব আখতার । কি ছিল তার গতিবেগের রহস্য ? তিনি প্রচন্ড পরিশ্রম করতেন, প্রত্যেকদিন টায়ার নিয়ে অনুশীলন করতেন। তারপর আরো গতিবেগ বাড়ানোর জন্য তিনি কোমরের ট্রাক বেঁধে অনুশীলন করতেন শোনা যায় একবার একটি ট্রাককে তিনি পাঁচ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন । পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন এই বোলার কিন্তু কেকেআরের হয়ে খেলে ছিলেন । যদিও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন না তবু যে কয়টি ম্যাচ খেলেছিলেন তার গতির প্রমাণ পেয়েছিল দর্শকরা।
ভারত না আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকে সরে আসতে পারে পাকিস্তান ।এমনকি প্রতিযোগিতার না খেলার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট...
Read more
Discussion about this post