এ পর্যন্ত আইপিএলে প্রত্যেকটি দলেরই প্রায় নয়টি অথবা দশটি খেলা হয়ে গেছে । আইপিএল ১০ টি দলের খেলা। প্রত্যেকটি দলকে ১৮টি করে ম্যাচ খেলতে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে । আজ ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ।
লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই নয়টি করে আইপিএলের ম্যাচ খেলেছে । লক্ষ্ণৌ পাঁচটি ম্যাচে জয়লাভ করে দশ পয়েন্ট পেয়ে রয়েছে পঞ্চম স্থানে । অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এ পর্যন্ত মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করেছে । তাদের অর্জিত পয়েন্ট মাত্র ছয় । ঘরের মাঠে মুম্বাই এর মুখোমুখ হওয়ার আগে লক্ষ্ণৌ এর জন্য সুখবর হলো চোট পাওয়া পেশার মায়ঙ্ক যাদব পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, ফলে মঙ্গলবার তাকে ফের দলে দেখা যেতে পারে হায়দ্রাবাদের জার্সিতে ।
এবছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে আইপিএল এর দ্রুততম বলটি করেছিলেন মায়াঙ্ক যাদব । ঘন্টায় ১৫৬ .৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি সেদিন । কিন্তু তারপরে চোট পেয়ে যান এই তরুণ পেসার। সোমবার লক্ষ্ণৌর বোলিং কোচ মর্নি মার্কেল প্রেস কনফারেন্সে জানান মায়াঙ্ক এখন সম্পূর্ণ সুস্থ এবং সমস্ত ফিটনেস পরীক্ষা সে পাশ করেছে। সে কারণে মায়াঙ্ক কে ১২ জনের দলে রাখা হয়েছে । হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই দল এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে ।
মাত্র তিনটি ম্যাচ জিতে প্রায় বিদায় পথে তারা। ঘরের মাঠে লক্ষ্ণৌ যদি তাদের হারিয়ে দেয়, তবে এবারের মুম্বাইয়ের আইপিএল অভিযান শেষ বলে ধরে নেওয়া যায়। অথচ মুম্বাই ইন্ডিয়ান্স দলে রয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি ব্যাটার সূর্য কুমার যাদব, বিশ্বের সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি ফাস্ট বোলার জশপ্রীত বুমরা । এই দলের পরামর্শদাতা শচীন টেন্ডুলকার লাথিস, মালিঙ্গার মতো প্রাক্তন বিশ্ব শ্রেষ্ঠ ব্যাটসম্যান বোলাররা । মুম্বাই দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া গত দু বছর গুজরাট টাইটান্সকে ফাইনালে তুলেছিলেন । ব্যাট ও বলে গত দু’বছর হার্দিক পান্ডিয়ার সাফল্য ছিল দেখার মতো । কিন্তু এবছর মুম্বাই তাকে অধিনায়ক করার পর তাঁর পারফরম্যান্স ত্রুমেই খারাপ হচ্ছে। এরকম অবস্থায় আজকের ম্যাচ অনেক প্রশ্নের উত্তর দেবে।
Discussion about this post