২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা । এ বছর ২০২৪ সাল আইপিএল এর ১৭ তম সংস্করণ চলছে । এ পর্যন্ত বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্স এক বার ও ট্রফি জয় করতে পারেনি । এবছর দশটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়লাভ করেছে আরসিবি । মূল পর্বে যাওয়ার সম্ভাবনা যদিও খুবই কম । তবুও অংকের বিচারে আরসিবি মূল পর্বে চার দলের মধ্যে থাকতে পারে ।
এ বছরের আগে ১৬ বার আইপিএলে খেলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও ট্রফি জিততে পারেনি ।
আইপিএলের প্রথম সিজন থেকেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যথেষ্ট ভালো দল গঠন করে। এই দলে খেলেছেন ক্রিস গেইল এ বি ডেভিলিয়ার্স আর বিরাট কোহলি তো আছেনই। প্রত্যেক বছরই নামিদামি ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ব্যাঙ্গালুরুর রয়েল চ্যালেঞ্জার্স সাফল্য পায়নি। তার প্রধান কারণ রয়েছে ব্যাঙ্গালুরুর হয়ে বোলাররা সেভাবে কখনওই পারফর্ম করতে পারেনি । এক কথায় ব্যালেন্স টিম অর্থাৎ ব্যাটসম্যান এবং বোলারদের সঠিক সমন্বয়ে ঘটাতে পারেনি ব্যাঙ্গালোরের চ্যালেঞ্জার্স। যার ফলে তারা জয় করতে পারেনি আইপিএল ট্রফি । এ পর্যন্ত ১৬ বারের মধ্যে চেন্নাই সুপার কিংস ৬ বার , মুম্বাই ইন্ডিয়ান্স ৫ বার, কলকাতা নাইট রাইডার্স ২ বার।
এছাড়া একবার করে আইপিএল ট্রফি জিতেছে রাজস্থান রয়েলস, সানরাইজ হায়দ্রাবাদ , ডেকান চার্জার্স এবং গুজরাট টাইটা্ন্স। বারবার ব্যর্থ হয়ে বিরাট কোহলির মত অধিনায়ক অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন । কিন্তু তাতেও কোন ফল হয়নি । এবি ডিভিলিয়ার্সের পরে ফাক ডুপ্রেসি এখন আরসিবির অধিনায়ক । এ বছর আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যেই দশটি ম্যাচ খেলে ফেলেছে । তাদের বাকি আছে আর মাত্র আটটি ম্যাচ । তারা মাত্র তিনটি ম্যাচ জিততে পেরেছে এবং পয়েন্ট সংখ্যা ৬ । তারা এই মুহূর্তে দশম অর্থাৎ সর্বশেষ স্থানে রয়েছে । বাকি আটটি খেলা জিতলে তারা 22 পয়েন্টে পৌঁছাবে । সে ক্ষেত্রে অন্য দলগুলির উপর তাদের ভরসা করে থাকতে হবে । মূল পর্বে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও যদি বড়সড় অঘটন ঘটে সেক্ষেত্রে অংকের বিচারে আরসিবি মূল পর্বে গেলেও যেতে পারে । তবে তাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে এবং রানের গড় ভালো রাখতে হবে তারপর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর।
Discussion about this post