সন্তানের মস্তিষ্কের উন্নতি চায় সব বাবা মাই।ছেলে মেয়ে প্রখর বুদ্ধিসম্পন্ন হোক এই চেষ্টায় বাবা মায়েরা কত কিছুই না করে।বিজ্ঞাপনে দেখানো হেলথ ড্রিংক কিনে খাওয়ানো থেকে শুরু করে নানান শাক সবজি খাওয়ানো।কোনো কিছুতেই খামতি রাখেন না।এত কিছুর পরেও যদি ছেলে মেয়ের মগজে কোনো প্রভাব না পড়লে হতাশ হয়ে পড়েন অভিভাবকরা।কিন্তু শুধু খাবার খেলেই হয়না।বুদ্ধিতে শান না দিলে কখনোই মগজ কাজ করে না।তাই সন্তানের মগজে শান দিতে বেশ কিছু জিনিস মাথায় রাখা উচিত।কী কী বিষয় মাথায় রাখতে হবে,জানাব আজকের প্রতিবেদনে।
কথা বলুন:
সন্তানের মস্তিস্কের বিকাশের জন্য তার সঙ্গে কথা বলতে হবে।সন্তানের মনের কথা জানতে হবে।তার সঙ্গে আলোচনা কেটে হবে।সন্তানের ভাবনা সম্পর্কে অবগত থাকতে হবে।তবেই আপনার সন্তানের মস্তিস্ক কতটা প্রখর তা জানতে পারবেন।
সমস্যা সমাধান করতে শেখান
জীবনের বাধার সম্মুখীন হলে অনেক কিছু শেখা যায়।সমস্যার মোকাবিলা না করতে পারলে মগজে শান পড়বেনা।প্রতিকূল পরিস্থিতে দেখুন আপনার সন্তান নিজে থেকে কী পদক্ষেপ নিচ্ছে।পাশে থাকুন কিন্তু সাহায্য করবেন না ।যত সমস্যার মুখে পড়বে ততই সাবলম্বী হয়ে উঠবে আপনার সন্তান।
চিন্তা ভাবনা:
শিশুকে ভাবতে শেখান।বিশেষ করে ইতিবাচক চিন্তা ভাবনা করতে শেখান সন্তানকে।খারাপ সময় হতাশ না হয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করতে শেখান।আত্মবিশ্বাসী হতে শেখান।
এই সকল বিষয় মাথায় রেখে শিশুকে বড় করে তুলুন।শিশুর মতিষ্কের বিকাশ ঘটবে।পাশাপাশি আপনার সন্তান হবে সাবলম্বী।
Discussion about this post