গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা – অনেক টালবাহানা, অনেক জল্পনা। শেষমেষ ডায়মণ্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হিসেবে অভিজিৎ দাসের নাম ঘোষণা করল বিজেপি। বড় কোন চমক না হলেও গেরুয়া শিবির সংশ্লিষ্ট কেন্দ্রে অভিজিতের নাম ঘোষণা করে অনেককেই চমকে দিয়েছে। ডায়মণ্ড হারবার কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে রুদ্রনীল, কৌস্তভ, সোনালী গুহর মত বহু নাম আগেই উঠে এসেছিল। তখনই আমরা বলেছিলাম সবটাই অনুমান আর জল্পনা। শেষে ঘরের ছেলের নাম প্রার্থী তালিকায় রেখে সত্যিই চমকে দিল বিজেপি।
১ লা জুন ডায়মণ্ড হারবার কেন্দ্রে ভোট। হাতে এখনও প্রায় দেড় মাস বাকি। প্রার্থী পদে নাম ঘোষণার পরই প্রচারের প্রস্তুতি শুরু করে দিল অভিজিৎ। সুদৃঢ় কন্ঠে প্রার্থী বললেন, ডায়মণ্ড হারবার থেকে অভিষেক নামক অভিশাপকে বিনাশ করতে হবে
খুব অল্প বয়স থেকে সঙ্ঘ পরিবারে যোগ দিয়েছিলেন। স্কুল গন্ডি পেরিয়ে কলেজ, এরপর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। কলেজে থাকাকালীন সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে যুক্ত হয়ে ছিলেন। সেই থেকেই সক্রিয় রাজনীতির শুরু। এই প্রথম নয় ২০০৯ ও ২০১৪ সালেও লোকসভা ভোটে লড়েছিলেন এই ডায়মণ্ড হারবার থেকেই। হেরে যান দুবারই। প্রথমবার হেরে ছিলেন সোমেন মিত্রের কাছে ও দ্বিতীয়বার হেরে ছিলেন অভিষেকের কাছে। ২০১৪ সালে অভিষেকের কাছে প্রায় ৩ লাখ ভোটে হেরে ছিলেন তিনি। সেই অভিজিৎই লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য টিকিট পেয়ে বলছেন সুষ্ঠুভাবে ভোট হলে অভিষেকের জামানত জব্দ হবে।
ডায়মণ্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে একসময় প্রার্থী হিসেবে উঠে এসেছিল নওশাদ সিদ্দিকির নাম। যদিও সেটা ভিন্ন জোট ছিল। অনেকেই মনে করেছিলেন নওশাদ ভালো লড়াই দিতে পারবেন। শেষমেষ নওশাদ দাঁড়াননি। দলের সিদ্ধান্ত বলে পিছু হটেছেন। সেই প্রসঙ্গ উত্থাপন করতেই প্রার্থীর সাফ দাবি, ভোট একজনের বিরুদ্ধেই হবে ডায়মণ্ড হারবারে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়
অনেকেই মনে করেছিলেন ডায়মণ্ড হারবার কেন্দ্রে বড় নাম সামনে আনবে বিজেপি। তা হল না। জেলার ভূমিপুত্র ও ঘরের ছেলের উপরই আস্থা রাখে দল। দীর্ঘ রাজনৈতিক জ্ঞান ও দু-দুবার ভোটে লড়ার অভিজ্ঞতা এগিয়ে রাখে অভিজিৎ তথা জেলার ববিদাকে। আর প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই চ্যালেঞ্জ ছুড়লেন ববি। কখনও নিজের হাতের আঙুল কেটে ফেলবেন বলে চ্যালেঞ্জ ছুড়লেন কখনও বা বললেন রাজনীতি ছেড়ে দেবেন। তার রাজনীতিতে আগমন সেকেলের হলেও তুলনায় নবাগত অভিষেকের বিরুদ্ধে চ্যালেঞ্জকে কখনোই হালকা হিসেবে নিচ্ছেন না। শুরু থেকে শেষ নিজের বক্তব্যে সেটাই বুঝিয়ে দিলেন ডায়মণ্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী
দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট নিউজ বর্তমান
Discussion about this post