দীপাঞ্জন গন, পশ্চিম মেদিনীপুর- সম্প্রতি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে বেড়িয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে রোড শোয়ের মাঝপথে হিরনকে নিয়েছিলেন একহাত। দেবের বিরুদ্ধে ঘাটালে বিজেপির টিকিটে লড়ছেন হিরন। রোড শো থেকে হিরনের বিরুদ্ধে কার্যত বিস্ফোরক দাবি করেন অভিষেক। তিনি জানান, কিছুদিন আগেই তাঁর অফিসে এসেছিলেন হিরন। চেয়েছিলেন তৃণমূলে যোগ দিতে। প্রমাণ হিসেবে সিসিটিভির ভিডিও ফুটেজের কথাও জানান অভিষেক। যেখানে নাকি তাঁর অফিসে স্বষ্টত হিরনকে ঢুকতে দেখা যাচ্ছে। পাশাপাশি অভিষেক দাবি করেন বিধায়ক হিরন খড়গপুরের জন্য ১০ পয়সারও উন্নয়ন করেননি। বিজেপির একাংশই চায় না তিনি জিতুক।
ভোটের মুখে বিজেপি অভিনেতা প্রার্থীর বিরুদ্ধে অভিষেকের এই দাবি কার্যত ব্যাকফুটে ফেলে দেয় হিরনকে। তাঁর ভাবমূর্তিতে যে প্রশ্ন চিহৃ উঠে যায় তা বলাই বাহুল্য। তবে জবাব দিতে ছাড়েননি হিরন। সিসিটিভি ফুটেজের পাল্টা ফোন রেকর্ডের কথা বলেন। তিনি দাবি করেন তাঁকে বার বার ফোন করে পিংলার বিধায়ককে দিয়ে ডাকানো হয়েছিল। দ্রুত দেখা করার কথা বলা হয়েছিল। এরপর দলকে জানিয়েই তিনি ক্যামাক স্ট্রিট অফিসে যান ভোটে দাঁড়িয়ে অন্যান্য ইস্যুর মত ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবের বিরুদ্ধে সরব হয়েছেন হিরন। গত ১০ বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান সফল করতে পারেননি দেব। প্রচারে বেড়িয়ে বার বার এই ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে হিরনকে। এদিন দেবের পাশের দাঁড়িয়ে তারও জবাব দিলেন অভিষেক। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরে পরিস্কার জানিয়ে ছিলেন দেবকে ভোট দেওয়া মানেই আগামীদিনে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া। কে সত্যি বলছেন আর কে ভোটের পারদ চড়াতে অন্য কথা বলছেন সেটা পরের বিষয়। আপাতত দুই যুধুধান শিবিরের দাবি ও পাল্টা দাবিতে জমে উঠেছে ঘাটালের রাজনীতি
পশ্চিম মেদিনীপুর থেকে দীপাঞ্জন গনের রিপোর্ট নিউজ বর্তমান
Discussion about this post