দুজনে সম্পর্কে বোন। দুজনেই বলিউডে সফল অভিনেত্রী। তাঁদের কাজে মুগ্ধ হয় হাজার হাজার অনুরাগী। তবে দুই বোন নিজেদের একটু এড়িয়ে চলেন বলে শোনা যায়। তবে কি দুজনের সম্পর্ক খুব একটা মধুর নয়?
আমরা কথা বলছি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পরিণীতি চোপড়াকে নিয়ে। সম্প্রতি বেশ কিছু তাদের পারিবারিক অুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি। যে কারণে দুই বোনের সম্পর্ক নিয়ে বেশ চর্চিত হচ্ছে। প্রিয়াংঙ্কা বিয়ের পর পাকাপাকিভাবে বিদেশে গিয়ে থাকেন। তবে বিদেশে থাকলেও পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এমনকি, তুতো ভাইবোনেদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। কিন্তু পরিণীতি চোপড়ার সঙ্গে প্রিয়াংঙ্কার সম্পর্ক ঠিক কোন জায়গায়?
২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া। আমন্ত্রিত ছিলেন বলিউডের বহু তারকা। বিবাহ অনুষ্ঠানে চোপড়া পরিবারের সদস্যদের সঙ্গে বসেছিল তারকাদের মেলা। কিন্তু সেখানে দেখা যায়নি প্রিয়াংঙ্কা চোপড়াকে। যদিও সমাজমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন প্রিয়াংঙ্কা। প্রিয়াংঙ্কা চোপড়া বিবাহ অনুষ্ঠানে উপস্থিত না থাকা নিয়ে প্রিয়াংঙ্কার মা মধু চোপড়া জানান, প্রিয়াংঙ্কা চেষ্টা করেছিল বিয়ের আগে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার। কিন্তু শেষ মুহূর্তে গুরত্বপূর্ণ কাজ চলে আসায় বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেনি প্রিয়াংঙ্কা।
বেশ কিছুদিন আগেই প্রিয়াংঙ্কা দেশে আসেন। তখন পরিণীতির সঙ্গে দেখাও করেননি তিনি। বিয়ের অনুষ্ঠানে না আসায় পরিণীতি নাকি অভিমানও করেছেন প্রিয়াংঙ্কার উপর।
এদিকে সম্প্রতি বাগদান সারেন প্রিয়াংঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। এই অনুষ্ঠানেও দেখা যায়নি পরিণীতি চোপড়াকে। তবে উপস্থিত ছিলেন প্রিয়াংঙ্কার অন্য তুতো বোন মন্নরা চোপড়া। শোনা যায়, পরিণীতির থেকে মন্নরার সঙ্গে ভালো সম্পর্ক প্রিয়াংঙ্কার। প্রিয়াংঙ্কা এবং পরিণীতি একটু একে অপরকে নাকি এড়িয়ে চলেন বলে শোনা যায়।
তবে পরিণীতির ছবি অমর সিংহ চমকিলা মুক্তি পাওয়ার পর বিভিন্ন মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এই নিয়ে প্রিয়াংঙ্কাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁকে। পরিণীতিও উত্তর দেন থ্যাঙ্ক ইউ…মিমিদিদি। এইপর থেকেই অনেকেই মনে করছেন দুই বোনের মান-অভিমানের পালা বোধ হয় শেষ হচ্ছে!
Discussion about this post