মনোনয়নই বাতিল হয়ে গেল মহম্মদ সেলিমের। তবুও চিন্তিত নয় বাম-কংগ্রেস নেতৃত্ব। কারণ এই মহম্মদ সেলিম সিপিএমের নয়, তিনি নির্দল হিসেবে মনোনয়ন দেওয়া এক প্রার্থী। ২০২৪ লোকসভা ভোটে হেভিওয়েট কেন্দ্রের মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। এই কেন্দ্রে এবার লড়াইয়ের ময়দানে অবতীর্ণ সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং তৃণমূল নেতা আবু তাহের খান। এবার মুর্শিদাবাদ আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা মহম্মদ সেলিম ভগবানগোলার বাসিন্দা হলেও ইসলামপুরের মহিলাদের জামাকাপড়ের দোকানের মালিক। সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের নামে নাম হলেও এক সময় তিনি বামপন্থী রাজনীতি করতেন। কিন্তু রাজ্যে পালাবদলের পর বামপন্থা থেকে বিশ্বাস টলে যায় তাঁর। এরপর ২৪-এর লোকসভা ভোটে সিপিএমের মহম্মদ সেলিমের বিরুদ্ধেই ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। সেইমতো দিন কয়েক আগে বহরমপুরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করে এসেছিলেন ভগবানগোলার মহম্মদ সেলিম। কিন্তু এদিন তাঁর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, এই মহম্মদ সেলিমের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেটেড তথ্য জমা না দেওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেলিম জানিয়েছেন, বড় আশা নিয়ে এবার নিজের পকেট থেকে ২৫ হাজার টাকা খরচ করে মনোনয়ন জমা করেন। কিন্তু নিজের ভুলেই তাঁর মনোনয়ন বাতিল হল। নির্দল মহম্মদ সেলিমের বক্তব্য, কেউ হারার জন্য ভোটে লড়ে না। আমিও একসময় মানুষের জন্য কাজ করেন। তবে তাঁর দাবি, মুর্শিদাবাদের প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদকের নামের সঙ্গে মিল থাকার জন্য তিনি ভোটে দাঁড়াননি। দাঁড়িয়েছিলেন মানুষের জন্য কাজ করার জন্য। তাই মনোনয়ন বাতিল হওয়ায় খুবই হতাশ ভগবানগোলার মহম্মদ সেলিম।
Discussion about this post