আর ২৪ ঘন্টা পর লোকসভা নির্বাচন। তারপরই শুরু হবে প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এবার এই আবহেই বিস্ফোরক তথ্য সামনে আনলো বিজেপি। কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর দুটি বিয়ের অভিযোগে অবাক একাংশ মহল। প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে কোচবিহার কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দুটি বিয়ে বলে দাবি বিজেপির। আর এই অভিযোগ তুলে প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ জানিয়েছে কোচবিহার জেলা বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপির লড়াই যে কঠিন সে বিষয়ে কোন সন্দেহ নেই। বিজেপির টিকিটে এখানে লড়ছেন নিশীথ প্রামাণিক। যাঁর কনভয়ে মঙ্গলবার তল্লাশি চালায় পুলিশ ও নির্বাচন কমিশনের অফিসাররা। ঠিক তার ২৪ ঘন্টা পরই বিজেপির অভিযোগ, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী একজন ব্যক্তি দুটি বিয়ে একই সঙ্গে করতে পারে না। কিন্তু জগদীশ বর্মা বসুনিয়া করেছেন। জগদীশ তাঁর নির্বাচন হলফনামায় উল্লেখ করেছেন তাঁর স্ত্রীর নাম শুকতারা রায় বসুনিয়া। কিন্তু প্রকাশ্যে এসেছে, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া তিনিও নিজের নির্বাচনী হলফনামায় স্বামী হিসেবে জগদীশ বর্মা বাসুনিয়ার নাম উল্লেখ করেছেন। এই তথ্যই এখন হাতিয়ার করেছে বিজেপি। নির্বাচন কমিশনে নালিশ ঠুকে জগদীশ বর্মা বসুনিয়ার মনোনয়ন বাতিল করার কথা জানিয়েছে বিজেপি।
Discussion about this post