নতুন কর্মনীতি মেনে নিতে পারছিলেন না এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা। এরই প্রতিবাদে একসঙ্গে প্রায় ৩০০ কেবিন ক্রু আচমকা ‘সিক লিভ’ নিয়েছিলেন। আর এই গণছুটির জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে এক ধাক্কায় বাতিল করতে হয় প্রায় ৭৯টি আন্তর্জাতিক এবং ঘরোয়া বিমান। ফলে চরম ভোগান্তিতে পড়েন বিমানযাত্রীরা। অনেক জায়গায় বিক্ষোভও দেখায় তাঁরা। এবার এই গণ ছুটি নিয়ে কড়া অবস্থান নিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। জানা যাচ্ছে গণ ছুটি নেওয়া কর্মীদের অনেককেই বরখাস্তের নোটিশ ধরানো হয়েছে। ওই কর্মীদের ইমেল মারফৎ জানানো হয়েছে, এভাবে গণহারে ছুটি নেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আর বিনা নোটিশে ছুটি নেওয়াও কোম্পানির নিয়ম বিরুদ্ধ।
সম্প্রতি রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করেছে টাটা গোষ্ঠী। এরপরই এয়ার ইন্ডিয়ায় চরম অব্যবস্থা চলছে। কর্মীদের একাংশ টাটা গোষ্ঠীর কর্মনীতি মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে সিনিয়র কেবিন ক্রু-রা। ক্ষোভ-বিক্ষোভ চলছিলই, কিন্তু মঙ্গলবার আচমকা একসঙ্গে ৩০০ কেবিন ক্রু সিক লিভের আবেদন করে ছুটিতে চলে যান। অভিযোগ, তাঁদের অনেকেই মোবাইল ফোন বন্ধ রেখে দিয়েছিলেন। এভাবে আচমকা এত কর্মী ছুটি নেওয়ায় সমস্যায় পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। বাধ্য হয়ে বহু বিমান বাতিল করতে হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জন কেবিন ক্রুকে ছাঁটাই করেছে এয়ার ইন্ডিয়া। তাঁদের বলা হয়েছে, যেভাবে গণহারে সিক লিভের আবেদন জমা পড়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে গোটা ঘটনা পরিকল্পনামাফিক হয়েছে। তাই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঠিক কতজনকে এখনও পর্যন্ত বরখাস্ত করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া, সেটা এখনও স্পষ্ট নয়।
Discussion about this post