প্রায় ২৫ বছর হতে চলল ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে আসীন নবীন পট্টনায়ক। সেই ২০০০ সালের ৫ মার্চ তিনি ওড়শার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর মহানদী দিয়ে বয়ে গিয়েছে বহু জল, তিনি থেকে গিয়েছেন কুর্সিতে। তবে একাধিকবার তাঁকে দেশের সবচেয়ে সৎ মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে একাধিক সমীক্ষক সংস্থা। তাঁর বিরুদ্ধে ওঠেনি কোনও দুর্নীতির অভিযোগ। তাঁর বিরুদ্ধে যেমন কোনও ফৌজদারি মামলা নেই, তেমনই তাঁর নামে নেই কোনও ঋণ। এহেন ব্যক্তির সম্পত্তির পরিমান কিন্তু কম নয়। আসুন জেনে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমান।
বিজু জনতা দলের সুপ্রিমো বিজু পট্টনায়কের বয়স ৭৭ বছর। তিনি ওড়িশার হিঞ্জলি বিধানসভা কেন্দ্র থেকে ষষ্ঠবারের জন্য মনোনয়ন পেশ করলেন। উল্লেখ্য, লোকসভা ভোটের সঙ্গে এবার ওড়িশাতে বিধানসভা নির্বাচনও হচ্ছে। মনোনয়ন পেশের সময় ওড়িশার মুখ্যমন্ত্রী জমা করেছেন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ান। তাতেই জানা যাচ্ছে গত পাঁচ বছরে নবীন পট্টনায়কের সম্পত্তি বেড়েছে ৭ কোটি টাকার। বর্তমানে ওড়িশার মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমান ৭১ কোটি ৭ লক্ষ টাকার। ২০১৯ সালে যা ছিল ৬৩ কোটি ৮৭ লক্ষ টাকা।
নির্বাচনী হলফনামায় নবীন পট্টনায়ক জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমান ৫৭ কোটি ৩ লক্ষ টাকা। এরমধ্যে ভূবণেশ্বরে নবীন নিবাস নামে একটি বিশাল বাড়ি রয়েছে। এছাড়া দিল্লিতে প্রায় ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা মূল্যের একটি বাংলো রয়েছে নবীনে। তবে দুটি বাসস্থানের অর্ধেক মালিকানা তাঁর নামে। এছাড়া নবীনের অস্থাবর সম্পত্তির পরিমান প্রায় ১৪ কোটি ৫ লক্ষ টাকা। এরমধ্যে ব্যাঙ্ক এবং পোস্টঅফিসে বিভিন্ন বিনিয়োগ রয়েছে।
Discussion about this post