বাংলাদেশি অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের একটা অংশে জনবিন্যাস বদলে যাচ্ছে। বৃহস্পতিবার লোকসভায় এমনই অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা, বিহারের এবং ঝাড়খন্ডের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক এবার এমনটাই প্রস্তাব দিলেন নিশিকান্ত দুবে। এদিন সংসদে, বিজেপি সাংসদের দাবি করেন, মালদা, মুর্শিদাবাদ, কাটিহার, কৃষাণগঞ্জ এবং আরারিয়া অঞ্চলে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁর দাবি কেন্দ্রশাসিত অঞ্চল না করলে অস্তিত্ব থাকবে না হিন্দুদের। সংসদে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ওই এলাকার প্রয়োজনে কেন্দ্রীয় দল পাঠাতে হবে, নিয়ম জারি করতে হবে যাতে ধর্মান্তরিত না হয়।
লোকসভায় ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে গিয়েছে। রাজ্য স্থাপনের সময়ে যেখানে ঝাড়খণ্ডে ৩৬ শতাংশ আদিবাসী ছিল, তা বর্তমানে কমে দাঁড়িয়েছে ২৬ শতাংশের কম।’ সাংসদের এই দাবির কঠোর সমালোচনা করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তিনি বলেছেন, ‘বিজেপি বরারই বাংলা ভাগের রাজনীতি করছে। পাহাড় থেকে সাগর উন্নয়নের জোয়ার এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার অখণ্ডতা রক্ষা করব। কোনও শক্তি নেই যারা বাংলাকে ভাগ করতে পারে।’ অন্যদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদ সংস্থা এএনআই কে জানিয়েছেন, “আমাদের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের রাজ্যে এনআরসি লাগু করা হবে না৷ আজ(বৃহস্পতিবার) নিশিকান্ত দুবে কোথায় কীভাবে জনসংখ্যা বাড়ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ আমরা তাঁর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছি৷ লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছি যে, তার বক্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় ৷”
Discussion about this post